শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০১:২১ রাত
আপডেট : ২৬ মে, ২০১৮, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘প্রশ্নফাঁস’ নিয়ে সক্রিয় জালিয়াত চক্র

রাকিব খান : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ৩য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৬ মে)। এই পরীক্ষাকে ঘিরে তৎপর হয়ে উঠেছে ‘প্রশ্নফাঁসের’ নামের এক শ্রেণীর জালিয়াত চক্র। পরীক্ষার একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রশ্নফাঁসের’ প্রচারণা চালাচ্ছে সেই চক্রের সদস্যরা। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে খোঁজ মিলেছে এমন একটি ফেসবুক পেজের- যারা ১ হাজার টাকার বিনিময়ে শতভাগ প্রশ্ন কমনের নিশ্চয়তা দিচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ১০০% প্রশ্নের নিশ্চয়তা’ নামের একটি পেজ থেকে এই প্রচারণা চালানো হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই পেজটি চালু করা হয়েছে। সেই রাতেই পেজে চক্রের সদস্যরা ‘প্রশ্নফাঁসের’ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তারা লিখেছেন- ‘আগামী ২৬ মে’র পরীক্ষার শতভাগ প্রশ্ন দিব। প্রশ্ন নিতে মোট ১০০০ টাকা লাগবে। যারা প্রশ্ন নিতে চান তারা এসএমএস করুণ। প্রশ্ন নেয়ার আগে ৫০০ টাকা আর প্রশ্ন কমন পাওয়ার পর ৫০০ টাকা পরিশোধ করতে হবে।’

এমন স্ট্যাটাস দেখে শুক্রবার দুপুরে একটি ফেসবুক আইডি থেকে সেই পেজটিতে এসএমএস করা হয়। এসএমএসের উত্তরে পেজটি থেকে জানানো হয়- ‘আগামীকালের আশিটা প্রশ্নই উত্তরসহ এখন আমার হাতে আছে। মোট টাকা লাগবে ১০০০ তবে প্রশ্ন নিবার আগে দিতে হবে ৫০০ টাকা এবং পরীক্ষার পর দিতে হবে ৫০০ টাকা। ১০০% কমন আসবে। নিলে মেসেজ দিন।’

তবে এই চক্রের ফাঁদে পড়ে ইতোমধ্যে প্রতারণার শিকার হয়েছেন- এমন ভুক্তভোগীরও সন্ধান মিলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুজন নামের এক শিক্ষার্থী ওই বিকাশ নম্বরে টাকা পাঠালেও এখনো প্রশ্ন পাননি। রাতে প্রশ্ন দেয়া হবে বলে পরবর্তীতে সুজনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সুজন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপে জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগাঁ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল জেলায় একযোগে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১টা ২০ মিনিটে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, ‘যে কোনো পরীক্ষার আগেই এমন কিছু চক্র প্রতারণার ফাঁদ পাতে। তবে তাদেরকে ধরার জন্য গোয়েন্দারা নজরদারি রাখছে। কোনো চক্রের সন্ধান পেলেই তাদেরকে আটক করা হবে। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে পুলিশ প্রশাসন সব ধরণের প্রস্তুতি নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়