শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৮, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সংঘাত মোকাবিলায় সহায়তা প্রদানে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ’

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, সংঘাতের শিকড় খুঁজতে এবং তা মোকাবিলা করতে পিসবিল্ডিং কমিশন ও পিসবিল্ডিং ফান্ড-এর কোনো বিকল্প নেই। এ কারণেই এই ফান্ডে যথাসম্ভব সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ পদক্ষেপ গ্রহণ করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পিসবিল্ডিং কমিশন (পিবিসি) এবং পিসবিল্ডিং ফান্ড (পিবিএফ) বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত রিপোর্টের এই আলোচনা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মোমেন বলেন, টেকসই শান্তি বিনির্মাণে প্রত্যেক দেশ ও সমাজেরই নিজস্ব ভাবধারা ও পদক্ষেপ গ্রহণে দৃঢ়সংকল্প হওয়া উচিত। আর এ বিষয়টি গভীরভাবে ধারণ করেই বাংলাদেশ সম্প্রতি টেকসই শান্তি বিনির্মাণ বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণের জন্য পিসবিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করেছে।

রাষ্ট্রদূত তার বক্তব্যে পিসবিল্ডিং কমিশন এবং পিসবিল্ডিং ফান্ড বিষয়ে বাংলাদেশের পাঁচটি দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে এতদসংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত সুপারিশমালার বাস্তবায়নে পিসবিল্ডিং কমিশন আলোচনার পদক্ষেপ নিবে এবং তা ত্বরান্বিত করবে। জাতিসংঘের শান্তি ও নিরাপত্তার স্তম্ভ সংস্কার বিষয়ে মহাসচিবের সুপারিশ অনুযায়ী প্রস্তাবিত পলিটিকাল অ্যান্ড পিস বিল্ডিং সাপোর্ট বিভাগের আওতায় পিসবিল্ডিং সাপোর্ট অফিস (পিএসবিও) স্থাপন এবং এর জনবল ও অন্যান্য বিষয়াদির কার্যকর বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পিএসবিও শক্তিশালী করার পাশাপাশি ‘শান্তি বিনির্মাণ ও টেকসই শান্তি’ বিষয়ক সাম্প্রতিক উচ্চ পর্যায়ের সভায় গৃহীত রেজুলেশনে অনুসৃত মহাসচিবের সুপারিশমালার বাস্তবায়ন ফলো-আপ করার প্রয়োজনে মহাসচিবের সরাসরি তত্ত্বাবধানে একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থ, লিঙ্গ, যুব, প্রতিষ্ঠান বিনির্মাণ এবং জাতীয় মালিকানার সাথে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক আলোচনাকে অধিকতর অগ্রসর করতে পিসবিল্ডিং কমিশনের সভাপতিকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে কমিশনের সদস্যদের এগিয়ে আসতে হবে। এছাড়া পিসবিল্ডিং কমিশন ও পিসবিল্ডিং ফান্ড বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ‘স্বেচ্ছা অবদান’ ও ‘উদ্ভাবনী তহবিল’ সংক্রান্ত সুপারিশমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অগ্রসর করতে বাংলাদেশ পিসবিল্ডিং কমিশনসহ জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাসমূহকে উৎসাহিত করছে।

-ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়