শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ধর্ষিত কিশোরীর নবজাতকে হত্যা হাতুরে চিকিৎসক গ্রেফতার

খোকন আহম্মেদ হীরা,বরিশাল: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক কিশোরীকে (১৫) বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধর্ষনের পর অন্তঃস্বত্তা ওই কিশোরীর একটি কন্যা সন্তান জন্মের দুইদিন পর পরিকল্পিতভাবে নবজাতক শিশুকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি হাতুরে চিকিৎসক রুহুল আমীনকে (৫৫) গ্রেফতার করেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এরপূর্বে গত ২৩ মে রাতে বাকেরগঞ্জ থানায় হত্যাকান্ডের শিকার নবজাতকের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা মৃত নাজেম আকনের পুত্র অভিযুক্ত ধর্ষক আব্দুল করিম আকন, একই গ্রামের বাসিন্দা ও হত্যাকান্ডের সহযোগী হাতুরে চিকিৎসক রুহুল আমীন, শামীম আকন, মামুন আকন, আনোয়ার খানকে মামলায় আসামি করা হয়েছে।

সূত্রমতে, এতিম ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিলো একই গ্রামের আব্দুল করিম আকন। এতে ওই কিশোরী অন্তঃসত্তা হয়ে পরলে করিমকে বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হয়। এসময় বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে করিম নানা তালবাহানা শুরু করে।

এরইমধ্যে গত ২ মে ওই কিশোরী একটি কন্যা সন্তান প্রসব করে। লম্পট করিম আকন তার অপকর্ম ঢাকতে মামলার অন্যান্য আসামিদের সহযোগীতায় এলাকার হাতুরে চিকিৎসক রুহুল আমিনকে ওই বাড়িতে পাঠিয়ে নবজাতক শিশুটিকে ঔষধ খাইয়ে হত্যা করে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজামান জানান, নবজাতককে পরিকল্পিত হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, বিশেষ টিম গঠণ করে আসামিদের গ্রেফতারের জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ধর্ষিতা কিশোরীকে বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়