শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৮:৩১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনের সোকোত্রা দ্বীপে সাইক্লোনের আঘাতে নিখোঁজ ১৯

ওমর শাহ: ইয়েমেনের সোকোত্রা দ্বীপে মেকুনু সাইক্লোনের আঘাতে ১৯ জন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের আঘাতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কমপক্ষে দু’টি জাহাজ ডুবে যাওয়ায় তারা নিখোঁজ হয়।

ভূতত্ত্ববিদরা বলছেন, শনিবার ওমানেও সাইক্লোন আঘাত হানতে পারে। ইয়েমেনের সীমান্তের কাছে দেশটির বিভিন্ন স্থানে সাইক্লোনের আঘাত হানার আশঙ্কা রয়েছে।

সাইক্লোন মেকুনু আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দু’টি জাহাজ উল্টে যাওয়ায় ১৯ জন নিখোঁজ হয়েছে। ঝড়ের পর ভারি বৃষ্টিপাতে আরও তিনটি যানবাহন ভেসে গেছে।

ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা এবং ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। মোহাম্মদ আল আরকাবি নামের এক বাসিন্দা যিনি স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত তিনি জানান, পরিস্থিতি খুবই খারাপ। পানির উচ্চতা বেড়ে গেছে। সব জায়গায় বন্যা....গাড়ি ভেসে যাচ্ছে।
তিনি জানান, ওই দ্বীপ থেকে দুইশোর বেশি পরিবার বাধ্য হয়ে হাদিবু এবং উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহরে চলে গেছে। দু’টি ভারতীয় কার্গো জাহাজ নিখোঁজ হয়ে গেছে। ওই জাহাজগুলোর পাঁচ ক্রু সদস্য প্রান হারিয়েছে।

ইয়েমেনের নির্বাসিত সরকারের মুখপাত্র রাজেহ বাদি বলেন, ওই দ্বীপে জরুরি সহায়তা প্রয়োজন। ওই দ্বীপটি ইউনেস্কোর প্রাকৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃত। সূত্র: আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়