শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৪

ডেস্ক রিপোর্ট:  সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ১৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিল, ৪০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে দুজনের কাছ থেকে ইয়াবা ছাড়াও পিস্তুল ও গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

আটককৃতরা দের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাপ্পী (৩৩) ও একই গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন বাবু (৩৬), সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি মহল্লার মিলনের স্ত্রী মো. হুসনে আরা ওরফে হুসনা, একই মহল্লার রেজাউল ইসলামের স্ত্রী পপি খাতুন, মাহমুদপুর মহল্লার হরমুজ শেখের ছেলে আব্দুস সালাম ও রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে জাকির হোসেনের নাম জানা গেছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ জানান, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রাম থেকে আটক মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম বাপ্পী ও বাবুল হোসেন বাবুর কাছে পিস্তল এবং গুলি পাওয়া গেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে সুবর্ণসাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল হোসেন ওরফে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় বাবু ও বাপ্পীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সূত্র: জাগো

  • সর্বশেষ
  • জনপ্রিয়