শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযানে রাজধানীসহ ১১ জেলায় ১২ জন নিহত

আবু সাঈদ ফাহিম : মাদকবিরোধী অভিযানে রাজধানীসহ ৭ জেলায় ৮ জন নিহত হয়েছে। তারা সবাই মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল (২৪মে বৃহস্পতিবার) দিবাগত রাতে ঢাকা, নেত্রকোনা, ময়মনসিংহ, কক্সবাজার, ঝিনাইদহ, কুমিল্লা, গাইবান্ধা, বগুড়া, সাতক্ষীরা, টেকনাফ, ও শেরপুর জেলাসমূহতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এই মাদকবিরোধী অভিযানে ১০ দিনে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেস হাইস্কুল মাঠ এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কামরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (২৪মে বৃহস্পতিবার) রাতে এ ঘটনা ঘটে।নিহত কামরুল মহাখালীর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিহত কামরুল ইসলাম তেজগাঁও রেললাইন বস্তি এবং মহাখালী সাততলা বস্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ১৫টির বেশি মাদক ও অস্ত্র মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

গতকাল (২৪মে বৃহস্পতিবার) মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নেত্রকোনা জেলায় ২ জন এবং ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা জব্দ করা হয়েছে।আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

ময়মনসিংহ জেলায় নিহত হয়েছেন ১ জন। ঘটনাস্থল তল্লাশি করে ৪০০টি ইয়াবা, তিনটি গুলির খোসা, দুটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।আহত হয়েছেন পুলিশের ২ সদস্য।

কক্সবাজার জেলায় নিহত হয়েছেন ১ জন।এক হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি বন্দুক, সাতটি গুলি ও ৩০টি গুলির খোসা উদ্ধার করা হয়।

টেকনাফে নিহত হয়েছেন ১ জন যিনি (আখতার কামাল) সংসদ সদস্য আব্দুর রহমান বদির আত্মীয়। পুলিশের দাবি, গোলাগুলির খবর পেয়ে হিমছড়িতে পাহাড়ের পাশে গেলে আখতার কামালের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে তারা।

ঝিনাইদহ জেলায় নিহত হয়েছেন ১ জন গ্রেফতার ২ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, ৩টি গুলি, ৫০০ ইয়াবা এবং ১৭ বোতল ফেনসিডিল।

কুমিল্লা জেলায় নিহত হয়েছেন ১ জন। এ ঘটনায় আহত হন গোয়েন্দা পুলিশের তিন সদস্য।

গাইবান্ধা, বগুড়া, সাতক্ষীরা জেলায় নিহত হয়েছেন ৩ জন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবি করেছেন পুলিশ।

শেরপুর জেলায় নিহত হয়েছেন ১ জন।ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং কয়েক বোতল ফেনসিডিল এবং কিছু ইয়াবা।আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। সূত্র : এনটিভি, ইনডিপেন্ডেন্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়