শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৩:২৪ রাত
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিবিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত অন্তত ৭

আব্দুর রাজ্জাক: লিবিয়ার বেনগাজিতে ভয়াবহ এক গাড়িবোমা হামলায় অন্তত ৭জন নিহত হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’ শুক্রবার এক প্রতিবেদনে জানায় প্রাণঘাতি এ হামলায় আরো অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। মৃত্যর সংখ্যা আরো বাড়তে পারে বলে দাবি করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

স্থানীয় সাংবাদমাধ্যমগুলোর বরাতে জানানো হয়েছে, শুক্রবার ভোররাতের দিকে বেনগাজি শহরে টিবেস্তি হোটেলের পাশে রাস্তার ওপর গাড়িবোমা হামলাটি চালানো হয়। আহতদের উদ্ধার করে তৎক্ষণাত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। পবিত্র রমজান মাস হওয়ায় স্থানটিতে বহুসংখ্যক মানুষ ইফতার শেষে ভীর করেছিল বলে জানিয়েছে লিবিয়া ন্যাশনাল আর্মি (এলএনএ)। সেখানে দাঁড় করিয়ে রাখা অন্তত ৮টি গাড়িও সম্পূর্ন ধ্বংস হয়েগেছে বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম এ শহরটির নিয়ন্ত্রণ এখন এলএনএ এর হাতেই রয়েছে। ২০ অক্টোবর,২০১১সালে লৌহমানব খ্যাত প্রেসিডেন্ট মুয়াম্মার আল-গাদ্দাফির পতন হওয়ার পর থেকে দেশটিতে কোন একক শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এখানে এলএনএ দীর্ঘদিন ধরে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠির সাথে যুদ্ধ করে আসছে। এবছরের শুরুর দিকে এই শহরেই দুটি মসজিদে প্রাণঘাতি হামলায় অন্তত ৩৫জন নিহত হয়েছিল। তবে নতুন এ হামলাটি কারা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়