শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বাংলাদেশ ভবনে আকর্ষণ নজরুল

রাশিদ রিয়াজ : ‘এপারেতে একলা আমি, মধ্যে আমার বাণীর ধারা।’ ১৯৩১-এর ১৫ জুলাই ডাইরিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নিজের হাতে লেখা এই অপ্রকাশিত গানটি এখন বাংলাদেশের জাতীয় যাদুঘরের সম্পদ। যাদুঘর কর্তৃপক্ষ বাংলাদেশে জাতীয় কবি নজরুলের এমন অনেক অপ্রকাশিত কবিতার পাণ্ডুলিপি রেখে যাচ্ছেন শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে। ১৯৬৭-তে তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীতের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তদানীন্তন পূর্ব পাকিস্তানে সেই গান, রবীন্দ্রনাথের কবিতাকে প্রতিবাদের ভাষা করে যে লড়াইয়ের সূত্রপাত হয়েছিল, তাও প্রদর্শনের ব্যবস্থা করছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারে সম্প্রচারিত ‘চরম পত্র’-এর খসড়াও স্থান পাবে বাংলাদেশ ভবনের সংগ্রহশালায়। সে দেশের বিখ্যাত লোকসঙ্গীত সাধক মনসুরউদ্দিনেক লেখা রবীন্দ্র্রনাথের চিঠিও সংগ্রহশালার আকর্ষণ।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ‘১৯৯৬ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণ করে রবীন্দ্র্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে উদ্যোগী হয়েছিলেন। এতদিনে তা পূর্ণাঙ্গ রূপ পেতে চলেছে। এই ভবন ভারত ও বাংলাদেশের মৈত্রীর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশে জাতীয় যাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, নজরুলের অপ্রকাশিত রচনাগুলির মধ্যে আছে তাঁর কবিতা, গান ছাড়াও দিনলিপি। দু’টি ডাইরিতে লেখা ছিল সেগুলি। কুমিল্লায় তার খোঁজ মেলে। ওই ডাইরির অধিকাংশ লেখাই অপ্রকাশিত। তারা ওই দু’টি ডাইরির পাণ্ডুলিপি একত্র করে বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের জাতীয় যাদুঘরের মহানির্দেশক ফাইজুল লতিফ চৌধুরী জানান, ৪০ পৃষ্ঠার ওই পাণ্ডুলিপি প্রতিচ্ছবি থাকবে বইতে।
তিনি বলেন, ‘খুব শিগগির আমরা ‘নজরুল পাণ্ডুলিপি’ নামে বইটি প্রকাশ করতে চলেছি। সেই পাণ্ডুলিপি একটি পাতার প্রতিচ্ছবি আমরা শান্তিনিকেতনে বাংলাদেশে ভবন মিউজিয়ামের জন্য এনেছি।’ সংগ্রহশালাটির আকর্ষণ বাড়াবে রবীন্দ্রনাথের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাংলাদেশে স্বাধীনতার আগেকার লড়াইয়ের ইতিহাস। রবীন্দ্রনাথকে অবলম্বন করেই সেই লড়া্ই শুরু হয় ১৯৬৭-তে। সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা হয় ‘আমার সোনার বাংলা’ গেয়ে। পরবর্তীতে ১৯৬৯-এ গণঅভ্যুত্থানের সময় কবি সুফিয়া কামালের নেতৃত্বে শেখ মুজিবর রহমানের মুক্তির দাবিতে মিছিলে পা মিলিয়েছিলেন তৎকালীন ছাত্রী নেত্রী শেখ হাসিনা। সেই ছবিও সংগ্রহশালায় স্থান পেয়েছে।

বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্ত্র থেকে প্রখ্যাত সাংবাদিক এম আর আখতার মুকুল যে কথিকা পাঠ করতেন, তা চরম পত্র হিসেবে বিবেচিত হত তখন। যা শুনে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হতেন বলে জানান কবি তথা বাংলাদেশের ভবনের সংগ্রহশালার ডিজাইনার তারিক সুজাত। তিনি বলেন, ‘এই চরমপত্রের দু’টি পাতা আনা হয়েছে এখানে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নিদর্শন।’এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়