শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ২৫ মে, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বৈঠক বাতিল অপ্রত্যাশিত যা বিশ্ব চায়নি: উত্তর কোরিয়া

রাশিদ রিয়াজ : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বাতিল অপ্রত্যাশিত ও বিশ্ব তা চায়নি বলে মন্তব্য করেছে পিয়ং ইয়ং। ট্রাম্প কিমের কাছে লেখা এক চিঠিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওই বৈঠক বাতিলের সিদ্ধান্ত জানানোর পর জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গ্যুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকটি বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত জানার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন তার নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতারা বলেছেন, উত্তর কোরিয়াকে সামলাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ক্ষমতার বাইরে চলে গেছেন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম কিই গন বলেছেন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বিশ্বের ইচ্ছার সাথে যায় না। এবং বিশ্ব এখনো এ বৈঠকের মধ্যে দিয়ে সংকট নিরসন চায়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ বৈঠকটি হওয়ার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করেছেন। এবং যে কোনো সময়ে তিনি এধরনের বৈঠকে বসতে আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী কিম আরো বলেন, দুটি দেশের মধ্যে গুরুতর প্রতিকূল সম্পর্ক স্বাভাবিক করতে এ বৈঠকের প্রয়োজন ছিল। ঐতিহাসিক একটি বৈঠকে এটি পরিণত করতে আমরা যে কোনো প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে গভীর আগ্রহে ছিলাম। যুক্তরাষ্ট্রকে আমরা বলেছি এধরনের বৈঠকে বসতে উত্তর কোরিয়া এখনো যে কোনো সময়ে তৈরি। কোরিয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমরা খোলামনে যুক্তরাষ্ট্রকে সময় দিতে চাই। তাই বৈঠক বাতিলের এ সিদ্ধান্ত উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশীত এবং দুঃখজনক। ইওন/স্পুটনিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়