শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা বড় বড় ব্যবসায়ী তারা কোথায়? (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ : ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের ভয়াল ছোবলে আক্রান্ত আমাদের তরুণ প্রজন্ম। দেশব্যাপী মাদকের এমন মহামারি অবস্থা দূর করতে এবং মাদক নির্মূলে জোর অভিযান পরিচালনা করছে সরকার। মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহীনির অভিযান অবশ্যই সমর্থনযোগ্য। তবে লক্ষ্য করা যাচ্ছে অভিযানে যারা নিহত হচ্ছে তাঁরা অধিকাংশই ছোট খাট, খুচরা মাদক ব্যবসায়ী ও মাদক সরাবরাহকারী। কিন্তু মাদক চোরাচালানের যারা মাদক স¤্রাট বা গডফাদার তারা কজন মারা যাচ্ছেন বা ধরা পড়েছেন? চিহ্নিত অনেক মাদক স¤্রাট এখনো বহাল তবিয়তেই আছেন। জানা যায়, অনেক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আছেন যারা বিদেশে বা জেলে থেকেও মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে।
বৃহস্পতিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগযোগ বিভাগের অধ্যাপক শামীম রেজা।
তিনি আরো বলেন, এবার যত ব্যাপকভাবে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে আগে কখনো এমন করা হয়নি। এই অভিযান থেকে কেউ-ই বাদ যাচ্ছে না। তবে এই অভিযান নিয়ে কিছু কথাও রয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিছু সফলতা যেমন আছে তেমন ব্যর্থতাও আছে।
শামীম রেজা আরো বলেন, বর্তমানে র‌্যাবের বন্দুকযুদ্ধ নিয়ে সবার মাঝেই আলোচনা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়? র‌্যাবের বন্দুকযুদ্ধে যারা মারা যাচ্ছে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী। যারা বড় বড় ব্যবসায়ী তারা কোথায়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়