শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৮:২৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবেদন করেনি আড়াই লাখ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট : একাদশে ভর্তিতে প্রথম দফায় আবেদনের সময় শেষ হয়েছে গতকাল। সারা দেশে এসএসসি ও সমমানে এ বছর ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন ছাত্রছাত্রী পাস করলেও এদের মধ্যে আড়াই লাখের বেশি শিক্ষার্থী প্রথম দফায় কলেজে ভর্তির জন্য আবেদন করেনি বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ১২ লাখ ৯৪ হাজার ৭৭০ জন অনলাইনে ভর্তির জন্য আবেদন করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান। সে হিসাবে এ সময় পর্যন্ত দুই লাখ ৮১ হাজার ৩৩৪ জন ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন করেনি। প্রথম দফায় কলেজে আবেদনের সময় নির্ধারিত ছিল গত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, মোট তিন দফায় ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যারা আবেদন করেননি তারা আরও দুই দফায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তাই তারা শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছেন এমনটা বলা যাবে না। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ও বিএম (এইচএসসি) এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন ৩১ মে পর্যন্ত। একাদশে ভর্তির জন্য ১৩ মে থেকে আবেদন শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলে গতকাল ২৪ মে পর্যন্ত। ভর্তিচ্ছুরা সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন পাঁচটি কলেজ বা মাদ্রাসায় আবেদনের জন্য www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট ও টেলিটক মোবাইল অপারেটর থেকে আবেদন করেছেন। কয়েক বছরের মতো এ বছরও মাধ্যমিক ফলাফলের ওপর ভিত্তি করে কলেজ বরাদ্দ দেওয়া হবে ভর্তিচ্ছুদের। আবেদনকারীদের প্রথম পর্যায়ে ফল প্রকাশ করা হবে ১০ জুন। একজন শিক্ষার্থী একটি মাত্র কলেজে ভর্তির জন্য মনোনয়ন পাবেন। ভর্তি নিশ্চায়ন না করা প্রার্থীরা দ্বিতীয় দফায় কলেজের জন্য আবেদন করতে পারবেন ১৯ জুন থেকে ২০ জুন পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ২১ জুন। কোনো শিক্ষার্থীরা ভর্তি নিশ্চায়ন না করলে তৃতীয় দফায় ২৪ জুন ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তৃতীয় দফায় আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ২৫ জুন। এ বছর শতভাগ মেধার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। তবে কোটাধারীরা মেধায় ভর্তির সুযোগ না পেলে মূল আসনের বাইরে সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত কোটায় ভর্তি করতে পারবে। আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মনোনয়ন পাওয়া কলেজগুলোতে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। ১ জুলাই একাদশের প্রথম বর্ষে ক্লাস শুরু হবে।বাংলাদেশপ্রতিদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়