শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই পেসারে ভর করে প্রথম দিন পাকিস্তানের

কেএম হোসাইন : দুই ডানহাতি মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর তোপে খণ্ড বিখণ্ড ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। রেকর্ড ম্যাচের দিন কেবল একা হাতে লড়লেন অ্যালিস্টার কুক। তাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে ১৮৪ রানে অলআউট স্বাগিতকরা।

বৃহস্পতিবার শেষ বিকেলে ইংলিশদের জবাব দিতে নেমে শুরুতেই একটি উইকেট হারালেও ৫০ রান করেছে পাকিস্তান। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে এখন তারা পিছিয়ে ১৩৪ রানে।

এদিন কুক একাদশে নিশ্চিত হওয়ার সঙ্গেই হয়ে যায় অনন্য এক রেকর্ড। টানা সবচেয়ে বেশি টেস্ট খেলে অ্যালান বোর্ডারের রেকর্ড স্পর্শ করেন ইংলিশ ওপেনার। দেশের শীর্ষ টেস্ট ব্যাটসম্যান এদিন টানা ১৫৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন।

৪৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে সাজঘরের দিকে যেতে দেখেন কুক। তারপর জনি বেয়ারস্টোর সঙ্গে ৪৭ রানের জুটি। বেয়ারস্টো ২৭ রানে আউট হওয়ার পর বেন স্টোকসকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন কুক।

৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১৪টি চারে ৭০ রান করেন। স্টোকস করেন ৩৮ রান।

আব্বাস ও হাসান দুজনেই ৪টি করে উইকেট নেন। বাকি দুটি নিজেদের মধ্যে ভাগ করে নেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ।

১২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে আজহার আলী ও হারিস সোহেলের ৩৮ রানের অপরাজিত জুটিতে সেই ধাক্কা সামলে ওঠেছে তারা। আজহার ১৮ ও হারিস ২১ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়