শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৩:২৮ রাত
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৭ পয়সার মামলা করলেন জাপানের বরখাস্ত কোচ

স্পোর্টস ডেস্ক: সাবেক নিয়োগকর্তার বিপক্ষে মামলা! সেটা করতেই পারেন কেউ, চুক্তির শর্ত পূরণ না হলে সেটা অস্বাভাবিক কিছু নয়। সাবেক জাপান কোচ ভাহিড হ্যালিলহোফিচও বৃহস্পতিবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের বিপক্ষে মানহানির মামলা করেছেন। কিন্তু সবাইকে অবাক করেছে মামলায় দাবি করা অঙ্কটা। মাত্র এক ইয়ান অর্থাৎ বাংলাদেশি মূল্যমানে কেবল ৭৭ পয়সার জন্য এ মামলা করেছেন হ্যালিলহোফিচ!

গত মাসে হ্যালিলহোফিচকে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বহিষ্কার করে। এ বিষয়টিই সাবেক জাপান কোচের গায়ে কাঁটার মতো বিঁধছে। তাঁর আইনজীবী লিওনেল ভিনসেন্টের দাবি, জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব কোজো তাশিমা বিশ্বকাপের ঠিক দুই মাস আগে বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা না করেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

এএফপিকে ভিনসেন্ট জানিয়েছেন, ‘এটি ভাহিডের জন্য টাকার বিষয় নয়, জাপানকে বিশ্বকাপ অবধি পৌঁছে দিয়ে সে নিশ্চয়ই বোকার মতো কিছু করতে চায় না। সে মন থেকেই কষ্ট পেয়েছে এবং প্রতারিত অনুভব করছে।’ তিনি আরও বলেন, ‘তাশিমা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন সরকারের নিয়ম ভঙ্গ করেছেন, তাই আমরা আনুষ্ঠানিক ক্ষমা আশা করছি।’ কিন্তু মজার ব্যাপার, হ্যালিলহোফিচ ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন মাত্র এক ইয়ান!
টেকনিক্যাল ডিরেক্টর আকিরা নিশোর নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে গত ২০১৫ সালের মার্চ মাসে হ্যালিলহোফিচ জাপান কোচ হিসেবে মনোনীত হয়েছিলেন। এরপর থেকে জাপান কোচ হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন বসনিয়ান এই কোচ। অন্যদিকে জাপানি এই কোচের হঠাৎ অপসারণ সম্পর্কে তাশিমা বলেছেন, কোচের ও দলের মূল খেলোয়াড়দের মধ্যে যোগাযোগে ফাটল দেখা দেওয়াতেই মূলত হ্যালিলহোফিচকে অপসারণ করা হয়েছে। প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়