শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ১২:০৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৮, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নারী অধিকারকর্মী রানা আইয়ূবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাতিসংঘের

লিহান লিমা: ভারতের নারী অধিকারকর্মী রানা আইয়ূবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। ইতোমধ্যে অনলাইনে তাকে কয়েকবার হত্যার হুমকি দেয়া হয়েছে।

ফ্রিল্যান্সার সাংবাদিক ও লেখক রানা এর আগে সরকারি কর্মকর্তাসহ সাধারণ নাগরিকদের করা অপরাধ নিয়ে কাজ করতেন। ২০ এপ্রিল রানার নামে ‘শিশু ধর্ষককে সমর্থন ও মুসলিমরা ভারতে নিরাপদ নয়’ নামের ভুয়া টুইট উদ্দেশ্যজনকভাবে ছড়িয়ে দেয়া হয়। এটি প্রকাশিত হওয়ার পরই রানা নানা কুরুচিকর বার্তা, ফোন, গণধর্ষণ এবং হত্যার হুমকি পেতে থাকেন। মুসলিম বলেও তার ওপর নানা বর্ণবাদী আক্রমণ করা হয়। তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ও বাড়ির ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। যদি রানা বারবার স্পষ্ট করেন, ওই বার্তা ভুয়া ছিল।

২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতীয় সাংবাদিক গৌরি লঙ্কেশ হত্যার কথা স্মরণ করে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, ‘এই সব হুমকির প্রেক্ষিতে আমরা তার জীবন নিয়ে আশঙ্কা করছি।’ তারা আরো বলেন, ‘পর্ণগ্রাফি ভিডিওতে রানার ভার্বাল ছবি বসিয়ে এটি ছড়িয়ে দেয়া হচ্ছে। হুমকি পাওয়ার ১০দিনের মাথায় পুলিশে অভিযোগ দায়ের করা হলেও তাকে কোন নিরাপত্তা দেয়া হচ্ছে না। আমরা ভারতের কাছে রানার নিরাপত্তা ইস্যুতে পর্যাপ্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। সরকার তার নিরাপত্তা দিতে দায়বদ্ধ।’ এছাড়া জাতিসংঘের বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেন। ওএইচসিএইচআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়