শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউন্টিতে খেলছেন না কোহলি!

স্পোর্টস ডেস্ক : ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির কাউন্টি ক্রিকেট খেলার সংবাদ বেশ আলোড়ন তুলেছিল। ইংল্যান্ড সফরকে সামনে রেখে এ মাসের শুরুতে কাউন্টি দল সারের হয়ে খেলার ঘোষণা দেন কোহলি। পুরো জুন মাস জুড়ে দলটির হয়ে খেলার কথা ছিল কোহলির। তবে সে সুযোগ আপাতত আর পাচ্ছেন না এই ২৯ বছর বয়সী। আইপিএলে খেলার সময় ঘাড়ে চোট পেয়েছেন এই ২৯ বছর বয়সী।
সেই ম্যাচ জিতলে বেঙালুরু উঠে যেত প্লে-অফে। ম্যাচটি যেমন জেতা হয়নি, ইনজুরির কারণে কাউন্টি খেলতে যাওয়াও হচ্ছে না তার।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোহলির কাউন্টি খেলতে না পারার কথা,‘ভারতীয় দলের অধিনায়ক মিস্টার বিরাট কোহলি আইপিএলে এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে ১৭ মে ২০১৮ তারিখে ৫১তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচে ঘাড়ে আঘাত পেয়েছিলেন। মিস্টার কোহলির সারে সিসিসি’র হয়ে জুন মাসে খেলার কথা ছিল। তিনি সেখানে অংশ নিচ্ছেন না।’
এখন বিশ্রামেই আছেন কোহলি। সামনের সময়টিতে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। ১৫ জুন তারিখে তার ফিটনেস পরীক্ষা নেয়া হবে। ১৪ জুন শুরু হতে যাওয়া আফগানিস্তানের অভিষেক টেস্টে খেলবেন না কোহলি।
সূত্র : ক্রিকেট ডট কম ডট এইউ

  • সর্বশেষ
  • জনপ্রিয়