শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন সমাজবিরোধী অপরাধের বিরুদ্ধে ক্রিকেট টুর্নামেন্ট

দিনাজপুর প্রতিনিধি : আমাদের সমাজে দিনদিন বাড়ছে বিভিন্ন সামাজিক অপরাধ। যারমধ্যে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক অন্যতম। এর যেন শেষ নেই। এগুলোকে প্রতিহত করার জন্য দরকার আপনার ও আমার উভয়েরই সচেতনতা ও প্রতিরোধ । আর তাইতো এই তিন অপরাধের বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করতে দিনাজপুরে এক ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ক্রিকেট টুর্নামেন্টে পরজপুর উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়, শশরা উচ্চ বিদ্যালয়, কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের মোট ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

তারা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের সময় বাল্য বিবাহ, যৌন হয়রানী, ও মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ করে এবং তা প্রতিরোধে স্বোচ্চার প্রতিবাদ করবে বলে জানায়।

বৃহস্পতিবার ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টেটি সদর উপজেলার শশরা ইউপির পরজপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রিকেট টুর্নামেন্টটি হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে)’র আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শশরা ইউপি’র চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

সভায় সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মোঃ এনামুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল কাদের, পরজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজাহার আলী প্রমুখ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর বানু, শাহনেওয়াজ পারভীন, ক্রীড়া শিক্ষক বিনয় কুমার রায় ও শ্যামল রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়