শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করপোরেট পার্টনার সমঝোতা স্মারক স্বাক্ষর করল এবিএল এবং টিভিএস অটো

স্বপ্না চক্রবর্তী : রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিঃ এর সাথে করপোরেট পার্টনার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে টিভিএস অটো বাংলাদেশ লিঃ।

আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

শিল্পমন্ত্রীর উপস্থিতিতে এটলাসের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম কামরুল ইসলাম এবং টিভিএস এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান, পরিচালক (অর্থ) কামাল উদ্দিন, টিভিএস এর ব্যবস্থাপনা পরিচালক জে. একরাম হোসেন, উপদেষ্টা মোঃ আনছার আলী খানসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী দুই বছর মেয়াদী এ সমঝোতা চুক্তি অনুযায়ী এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ করপোরেট পার্টনার হিসেবে কাজ করবে। টিভিএস থেকে এটলাস বাংলাদেশ লিঃ বছরে ১৫ থেকে ২০ হাজার মোটর সাইকেল সিকেডি বা সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় ক্রয় করে তা এটলাসের নিজস্ব কারখানায় সংযোজনপূর্বক সরবরাহ করবে। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক অগ্রগতির পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ও ট্যাক্সবাবদ প্রায় ১৫ কোটি টাকা জমা হবে। এছাড়া বাজার চাহিদা বিবেচনায় শীঘ্রই এটলাস বাংলাদেশ লিঃ এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ যৌথভাবে বাংলাদেশে মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ খুচরা যন্ত্রাংশ উৎপাদনের বিনিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, দেশে মোটরসাইকেল কেন্দ্রিক কর্মসংস্থানের পরিমাণ দিন দিন বাড়ছে। এ সমঝোতার ফলে দেশে শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ অবারিত হবে। যোগাযোগের ক্ষেত্রেও এটি ইতিবাচক অবদান রাখবে। এর ফলে আগামী দিনে বাংলাদেশে গুণগতমানের মোটরসাইকেলের বাজার প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিঃ এর জন্য সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং এনজিওগুলোর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) মোটরসাইকেল সরবরাহের সুযোগ রয়েছে। আজ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে এটলাস বাংলাদেশ লিঃ এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে সরাসরি মোটরসাইকেল সরবরাহ করতে পারবে। এর ফলে রাষ্ট্রায়ত্ত এ কারখানার আর্থিক মুনাফা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়