শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের র্দুবলতা খুজে পাচ্ছনে না লিভারপুলে কোচ

স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের ও আয়াক্সের পর তৃতীয় ক্লাব হিসেবে টানা তিনবার ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টের শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সামনে। আর ২০০৭ সালের পর প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে লিভারপুল। ইউক্রেনের কিয়েভে শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪০টি গোল করেছে ক্লপের লিভারপুল। বার্সেলোনার সাথে যৌথভাবে সর্বোচ্চ ছয় ম্যাচে কোনো গোল হজম করেনি ইংলিশ ক্লাবটি। তবে ফাইনালে রিয়ালকে ফেভারিট মানছেন অনেকে।

ব্রিটিশ দৈনিক মিররকে ক্লপ বলেন বলেন, “তারা (টানা) দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আবারও ফাইনালে পৌঁছেছে! বায়ার্ন মিউনিখ ভেবেছিল দুই ম্যাচেই (সেমি-ফাইনালের দুই লেগে) তারা তুলনামূলক ভালো দল ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন দলটা ভালো হলো?”

“দুটি গোল করতে রিয়ালের চারটি সুযোগ প্রয়োজন। বায়ার্নের একটি গোল করতে লাগে আটটি সুযোগ। রিয়াল আগাগোড়া অভিজ্ঞ, কোন দুর্বলতা নেই।”
“আপনারা যেটা বলেন ফুটবল ততটা সহজ নয়। যদি মার্সেলো আক্রমণে ওঠে এবং আমরা মোহামেদ সালাহকে ফাঁকা জায়গা কাজে লাগাতে দেই, সালাহ রামোসের সামনে পড়বে।”

ক্লপ মনে করেন ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাতে খুনে মানসিকতার পরিচয় দিতে হবে লিভারপুলকে।

“আমাদের সুযোগ আছে, আমরা সেটা জানি এবং তারাও সেটা জানে।”

“সব দলই এটা বলেছে- ইউভেন্তুসের বিপক্ষে রিয়াল ভাগ্যবান ছিল, বায়ার্নের বিপক্ষে তারা ভাগ্যের সাহায্য পেয়েছে। কিন্তু টানা তৃতীয়বারের মতো তারা ফাইনালে পৌঁছেছে, পাঁচ বছরের মধ্যে চারবার। তাহলে এটাকে কি বলা যায়?”

“তাদের অভিজ্ঞতাই কঠিন পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত করে। তাই আমরা তাদের সমস্যার কারণ হবো এবং তারাও আমাদের সমস্যায় ফেলবে।”

“এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সেখানে থাকতে হবে, যখন সুযোগগুলো আসবে আমাদের গোল করতেই হবে।”বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়