শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৭:৪০ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালের পরিবর্তে শিশু’র জন্ম বাথরুমে

ডেস্ক রিপোর্ট: ভারতে সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে এক নারী বাধ্য হয়ে রেল স্টেশনের বাথরুমে শিশুর জন্ম দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উত্তরপ্রদেশে ইতা’য় ঘটনাটি ঘটেছে।

অন্তঃসত্ত্বা নারীর নাম গীতা। প্রতিবেদনে বলা হয়, রুগীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে এমন অজুহাতে তাকে সরকারি হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া হয়।
ওই অবস্থায় গীতা কাছের একটি রেলস্টেশনে আসেন। কিন্তু স্টেশনে পৌঁছানোর পর পরই গীতার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়।

সেই সময় স্টেশনে উপস্থিত নারী যাত্রীরা এগিয়ে আসেন এবং গীতাকে ঘিরে থাকেন। এরপর স্টেশনের বাথরুমেই সন্তানের জন্ম দেন গীতা।

অবশ্য ঘটনাস্থলে কোনো চিকিৎসক না থাকায় নবজাতক শিশুটি মারা যায় বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে, সন্তান জন্মদানের পর গীতারও স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

এক প্রত্যক্ষদশী অভিযোগ করেন, সন্তান এবং মা’কে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেয়ার প্রয়োজন হলেও তা আসতে ১ ঘণ্টা সময় নেয়। ফলে পর্যাপ্ত চিকিৎসার অভাবে শিশুটি মারা যায়। আর মা’র ঠাঁই হয়েছে হাসপাতালে।

এই মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে অজয় আগরওয়াল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে সকল চিকিৎসকেরা এই ঘটনার জন্য দায়ি তাদের শাস্তি দেওয়া হবে। সূত্র: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়