শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৩:৫৩ রাত
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার শিল্পকলার মঞ্চে ‘জবর আজব ভালোবাসা’

রাজু আনোয়ার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী শুক্রবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে থিয়েটারওয়ালা রেপাটরির সাড়া জাগানো নাটক ‘জবর আজব ভালোবাসা’। অন্তন চেখভের নাটক ‘দ্য বিয়ার’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। হাস্যরস্য সংলাপ চয়নে নির্মিত তিনটি চরিত্রে সাজানো প্রযোজনাটি রুপান্তর ও নির্দেশনা দিয়েছেন সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ নাট্যকার সাইফ সুমন।

নাটকের গল্পে দেখা যায়, প্রয়াত স্বামীর শোকে কাতর গৃহকর্ত্রী প্রভার ওপর ভীষণ বিরক্ত বাসার কেয়ারটেকার সবুর। সবুরের কাছে জীবন মানে খাও আর ফুর্তি করো। কিন্তু প্রভা মৃত স্বামীর জন্য এতটাই ব্যাকুল যে, দিন -দুনিয়া ভুলে গৃহবন্দি জীবনযাপন করতে থাকে সে। বাইরে যাওয়া তো দূরের কথা, কেউ বাসায় এলেও দেখা করে না প্রভা। এমনি একদিন সন্ধ্যায় কাঁটাবনের অ্যানিমেল ফুড ব্যবসায়ী নাভিদ প্রভার বাসায় আসে তার সাথে দেখা করতে। নাভিদ জানায়, প্রভার স্বামী তার দোকান থেকে নিয়মিত কুকুরের জন্য খাবার কিনত এবং বকেয়া বিল বাবদ তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে।

প্রভাও জানে স্বামীর প্রচন্ড কুকুরপ্রীতির কথা। সে জানায়, টাকাটা শোধ করে দেবে তবে তাকে দুই দিন সময় দিতে হবে। কিন্তু নাভিদ নাছোড়বান্দা , টাকা ছাড়া কিছুতেই যাবে না সে। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে নাভিদ নারী জাতকে দোষায় ফলে ক্ষিপ্ত হয়ে পুরুষদের হেনস্ত করতে গিয়ে স্বামীর সব অপকর্মের বয়ান দেয় প্রভা। দু’জনের কথা কাটাকাটির একপর্যায়ে নাভিদ আবিস্কার করে সে ভালোবেসে ফেলেছে প্রভাকে। এমনি প্রাণবন্ত নানা ঘটনাপ্রবাহে এগিয়ে চলে নাটকের কাহিনী। দর্শকমহলে বহুল প্রশংসিত এ নাটকটি থিয়েটারওয়ালা রেপাটরির দ্বিতীয় প্রযোজনা।

নাটকটির কুশীলব হিসেবে আছেন মঞ্চের দাপুটে তিন অভিনয়শিল্পী রামিজ রাজু, সাইফ সুমন ও সংগীতা চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়