শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার বন্ধ করতে হবে : বাম মোর্চা

রফিক আহমেদ : গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের শীর্ষ নেতারা বলেছেন, মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার বন্ধ করতে হবে। মাদক বন্ধের নামে এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করা আইনের শাসন, গণতন্ত্র এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বুধবার এক যৌথ বিবৃতিতে বাম মোর্চার নেতারা এসব কথা বলেন।

বাম মোর্চার নেতারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিজের হাতে আইন তুলে নিয়েছে। এভাবে চলতে পারে না। সরকার যদি আন্তরিকভাবে মাদক ব্যবসা বন্ধ করতে চাইতো, তবে মাদকের গডফাদারদের গ্রেফতার করত। সমস্ত প্রচার মাধ্যমে এই ব্যবসার হোতাদের খবর প্রকাশিত হয়েছে, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সঙ্গে জড়িত বলে জানা গেছে। কিন্তু সরকার আজ পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। ফলে সরকারের এই মাদকবিরোধী অভিযান বাস্তবে লোক দেখানো এবং চ‚ড়ান্ত ফ্যাসিবাদী শাসনেরই প্রতিচ্ছবি।

গণতান্ত্রিক বাম মোর্চার বিবৃতিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ও বাসদ (মার্কসবাদী’র) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহŸায়ক হামিদুল হক এক যুক্ত বিবৃতিতে মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ার বন্ধ করার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়