শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের মানচিত্র আঁকা টি-শার্ট পড়ে বিপাকে পর্যটক দল

মাহাদী আহমেদ : সম্প্রতি একদল চীনা পর্যটক ভিয়েতনাম সফরে গিয়েছিল। চীনা পর্যটকদের কয়েকজন পরেছিলেন সাদা রঙের টি-শার্ট। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু বিমানবন্দরে নামার পরপরই তাদের ওপর চড়াও হয় স্থানীয়রা। আর পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।

১৩ই মে’তে পর্যটকদের ওই দলটি ক্যাম রানোহ আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় এই বিপাকে পড়েন তারা। ওই পর্যটকরা তাদের গায়ের কোর্ট খোলার পর ভেতরে থাকা সাদা টি-শার্ট দৃশ্যমান হয়। সেই টি-শার্টে আঁকা ছিল চীনের মানচিত্র। আর ওই টি-শার্টে আঁকা মানচিত্রই সব গ-গোলের মূল।

কারণ তাদের টি-শার্টে আঁকা মানচিত্র চীনের মানচিত্র হলেও এতে বাড়তি কিছু অঞ্চল আঁকা ছিল। দক্ষিণ চীন সাগরকেও চীনা মানচিত্রের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এটিই মোটেও পছন্দ হয়নি স্থানীয়দের। কারণ ভিয়েতনামও বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে নিজেদের মালিকানা দাবি করে থাকে। চীনা পর্যটকদের ভিয়েতনামে প্রবেশে বাধা দেয়ার জন্য বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা।
তবে শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের সমস্যা ছাড়া এ যাত্রা রেহাই পেয়েছেন ওই পর্যটকরা।

এদিকে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদপত্র টুই ট্রে জানিয়েছে, দেশটির কর্তৃপক্ষ ওই টি-শার্ট জব্দ করেছে। তবে বিমানবন্দরের ইমিগ্রেশনের কর্মকর্তারা এ ঘটনার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে পত্রিকাটির ওয়েবসাইটে কয়েকজন পাঠক চীনা ওই পর্যটক দলকে দেশ থেকে বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়