শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৮, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সম্প্রসারিত হচ্ছে স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষ

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষ সম্প্রসারনের লক্ষ্যে ২০১৭ সাল থেকে কাজ শুরু করেছে কুড়িগ্রাম মৎস্য বীজ উৎপাদন খামার।

গত বছর নিজস্ব খামারে গলদা চিংড়ির রেনু ও পোনা উৎপাদন করে সফলতা পাওয়ায় এ বছরও গলদা চিংড়ির পি.এল (রেনু) উৎপাদন করে কৃষদের মাঝে বিক্রি শুরু করেছে। তবে গত বছরের তুলনায় এবার কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ি চাষে কৃষকরা বেশি আগ্রহী হয়ে উঠেছেন বলে মৎস্য খামার সুত্রে জানা গেছে।

কুড়িগ্রাম মৎস্য বীজ উৎপাদন খামার সুত্রে জানা গেছে, মিঠা পানিতে গলদা চিংড়ি চাষ সম্প্রসারনের লক্ষে বরগুনার আমতলী ও পায়রা নদী থেকে মা চিংড়ি এবং পেকুয়া, চকরিয়া কক্সবাজার থেকে লবনাক্ত পানি সংগ্রহ করে আনা হয়। এরপর লবনাক্ত পানিতে স্বাদু পানি মিশিয়ে সেখানে মা মাছের ডিম ফোটানো হয়। পরে সেই ডিম স্বাদু ও লবনাক্ত পানির মিশ্রনে ২৮ থেকে ৩২ দিন পর্যন্ত প্রক্রিয়া জাত করে পি.এল (রেনু)তে পরিনত করা হয়।

গত বছরের ধারাবাহিকতায় এবারও জেলায় স্বাদু পানিতে চিংড়ি চাষ সম্প্রসারন প্রকল্পের আওতায় কুড়িগ্রামে মৎস্য বীজ খামারে উৎপাদিত গলদা চিংড়ির পি.এল(রেনু) মৎস্য চাষীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামারে চিংড়ির পি.এল বিক্রী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান।

কুড়িগ্রামে জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আমরা স্বাদু পানিতে গলদা চিংড়ি চাষে সফলতা পেতে শুরু করেছি। কৃষকরাও আগ্রহী হয়ে উঠছে। আশা করছি আগামী বছর গুলোতে এ জেলায় ব্যাপক হারে গলদা চিংড়ি চাষ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়