শিরোনাম

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের মাশহাদে বিশ্বের সবচেয়ে বড় ইফতারের আয়োজন

রাশিদ রিয়াজ : ইরানের মাশহাদে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হযরত ইমাম রেজা (আ.)-এর মাজার কমপ্লেক্সে এবারের রমজানে রোজাদারের জন্য তিন লাখ ইফতারের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। মাজার কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও শৃঙ্খলাবিষয়ক পরিচালক রুহুল্লাহ রানজবার এ তথ্য জানিয়েছেন।বিশ্বের সবচেয়ে বড় এই ইফতার মাহফিল সফল করার জন্য প্রতিদিন কয়েকশ' স্বেচ্ছাসেবক কাজ করেন।

রোজাদাররা যেন সবচেয়ে ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেন সে বিষয়ে কর্তৃপক্ষ কড়া নজরদারি রাখেন।খেজুর, আখরোট, মধু, কলা, সবজি, রুটি, পনির, ফলমূল, জুস, দুধ, টি-ব্যাগ-সহ বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয় ইফতারের প্যাকেট।

সূর্যোদয় থেকে ইফতারের আগ পর্যন্ত প্রতিদিন এক লাখ রোজাদারদের জন্য চলে এই আয়োজন। আর এই খাবার পরিবেশনের আগে প্রতিদিন বিশেষ মোনাজাত করা হয়। মাজার প্রাঙ্গণে ১৬ হাজার বর্গমিটার এলাকায় বিছানো হয় গালিচা। যেখানে নারী ও পুরুষদের জন্য রাখা হয় আলাদা বসার স্থান।

ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। আর মাগরিবের আজানের আগেই আসতে থাকেন হাজার হাজার অতিথি। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে ইফতার করতে আসেন বহু মানুষ। পুরো রমজান মাসজুড়ে এই পবিত্র স্থানে ৩০ লাখেরও বেশি রোজাদার এখানে ইফতার করেন। পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়