শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণের সাংবাদিকদের পরমাণুকেন্দ্র পরিদর্শনের অনুমতি দিলো উ.কোরিয়া

সান্দ্রা নন্দিনী: উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষাগার পরিদর্শনে যেতে দক্ষিণের কয়েকজন সাংবাদিকের নামের তালিকায় অনুমোদন দিয়েছে উত্তর কোরিয়া। অর্থাৎ, নির্দিষ্ট আট দক্ষিণ কোরীয় সাংবাদিক বুধবার উত্তরের পাংগাই-রি পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস পর্যবেক্ষণ করতে যেতে পারবেন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় থেকে একথা জানানো হয়।

মন্ত্রণালয়টি জানায়, পরমাণু অস্ত্র পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের অন্যান্য দেশ থেকে সাংবাদিকরা মঙ্গলবারই উত্তর কোরিয়ার বন্দরনগরী ওনসানে পৌঁছেছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে তাদেরকে সেখান থেকে পরমাণু পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

খবরে আরো বলা হয়েছে, মঙ্গলবার বেইজিং পর্যন্ত গেলেও উত্তরের ভিসা না পেয়ে দেশে ফিরে যান দক্ষিণ কোরীয় সাংবাদিকরা। পরে দেশটির একত্রীকরণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, উত্তর কোরিয়া তালিকা গ্রহণ করলে সাংবাদিকরা সরাসরি বিমানে করে ওনসান শহরে যাবে।

বুধবার একই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আমরা দুটি সংবাদমাধ্যম থেকে আটজন প্রতিবেদকের তালিকা পাঠিয়েছি। উত্তর কোরিয়া তা গ্রহণও করেছে। এসব সাংবাদিকের উত্তর কোরিয়া রওনা হওয়ার সময় না জানানো হলেও যত দ্রুত সম্ভব তাদের পাঠানো হবে।

প্রসঙ্গত, স্যাটেলাইট চিত্রের মাধ্যমে নিজেদের পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস দর্শকদের জন্য সরাসরি দেখানোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। বুধবার ও শুক্রবার পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস করা হবে বলে ঘোষণা দেয় দেশটির শীর্ষনেতা কিম জং উন। আর পুরো ধ্বংস প্রক্রিয়াটি পর্যবেক্ষণে বিদেশি গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করতেও আগ্রহ প্রকাশ করে দেশটি।

গত ২৭ এপ্রিল দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজমে অনুষ্ঠিত ঐতিহাসিক আন্তঃকোরীয় সংলাপে পুরোপুরি নিরস্ত্রীকরণে নিজেদের সম্মতির কথা জানায় উত্তর কোরিয়া। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়