শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৭:২০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহ মুক্তামনিকে জান্নাতবাসী করুন : মুশফিকুর রহিম

রবিন আকরাম : মুক্তামনি মারা যাওয়ার সংবাদ শুনার পর দুঃখ প্রকাশ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এক এসএমএসে মুশফিক জানান, ওহ নো, আল্লাহ তার আত্মার শান্তি দিন, তাকে জান্নাতবাসী করুন।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এসএমএসে মুক্তামনির মারা যাওয়ার খবর জানানোর পর মুশফিক ফিরতি এসএমএসে এই প্রার্থনা করেন।

অসুস্থ মুক্তামনিকে দেখতে আসার বিষয়ে সামন্তলাল জানান, মুক্তামনি টিভিতে দেখে মুশফিককে চিনলেও মুশফিক তাকে চিনতনা। কিন্তু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খবরের শিরোনাম হওয়ার পর মুশফিকের নজরে পড়ে মুক্তামনি। তখন মুক্তামনির বিষয়ে খোঁজ খবর নেন মুশফিক। পরে গত বছরের ২২ জুলাই হাসপাতালে মুক্তামনিকে দেখতে আসেন মুশফিক।

সেদিন হাসপাতালে দেখতে এসে মুক্তামনির মাথায় হাত রাখেন মুশফিক। মুক্তামনিও তাকে সেভাবেই গ্রহণ করে। সেদিন মুক্তামনি মুশফিককে জানিয়েছিল বাসায় বসে বসেই সে মুশফিক, মাশরাফি, সাকিবকে চেনে। এমনকি সে ক্রিকেট খেলা অনেক পছন্দ করে।

মুক্তামনির এসব কথা শুনে সেদিন মাথায় হাত রেখেছিলেন মুশফিকুর রহিম। বলেছিলেন, তুমি চিন্তা করো না, পুরো দেশবাসী তোমার সঙ্গে আছে। তুমি সুস্থ হয়ে যাবে। জবাবে মুক্তামনি বলেছিল, আপনিও আমার জন্য দোয়া করবেন। সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়