শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধেঁয়ে আসছে বিশ্বকাপ ফুটবল!

শেখ মিরাজুল ইসলাম: বিশ্বকাপ উন্মাদনার আঁচ ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে। রমজান মাসের ব্যস্ততা শেষ হবার আগেই বিশ্বকাপ জ্বরে কাঁপতে থাকবে পুরো দেশ। প্রত্যেকে নিজের নিজের পছন্দের দেশ বেছে নিয়ে বুঁদ হয়ে থাকবে। ভুলে যেতে চাইবে আশেপাশে ঘটতে থাকা যাবতীয় যন্ত্রণা। এর ডামাঢোলে চাপা পড়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়-আশয়।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিজের পছন্দের দেশের বিশ্লেষণ। এই প্রজন্ম নেইমার-মেসি-রোনাল্ডোর জার্সি নম্বরের খোঁজ যতটা রাখে সে তুলনায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কয়টি মামলা বিচারাধীন তার সঠিক সংখ্যা বলতে পারবে না। কুমিল্লার নাশকতার দুটি ও নড়াইলে মানহানির একটি মামলায় হাইকোর্টে জামিন আবেদনের শুনানি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এর আবেদন ৬৪ ও ৬৫ নম্বর ক্রমিকে আছে তা জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন তারিখে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ রয়েছে তার খোঁজ নেওয়া।

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্লাব ফুটবলের দলবদলের বাজারে নেইমারকে কত টাকায় পিএসজি কিনে নিয়েছে বা মেসি’র বাজার দর কত কিংবা আগামী মৌসুমে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ’র দাম কত হতে পারে তা নিয়ে ফুটবলমোদীদের জল্পনা-কল্পনার কমতি নেই। কিন্তু দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের দুই ভাইকে বিআরটিসি এক কোটি টাকা ক্ষতিপূরণ দিল কিনা তার খোঁজ কয়জন রাখে?

বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের মিডিয়া ফলাও করে বিশেষ ফিচার প্রচার করতে শুরু করেছে কোন তারকা ফুটবলার এবারের বিশ্বকাপে ইনজুরি কিংবা অন্যান্য কারণে খেলতে পারছে না। কিংবা কোন তারকার সাফল্যের সম্ভাবনা কতটুকু? অন্যদিকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া মাদক ব্যবসায়ীদের কোনো বিশদ প্রোফাইল আমরা জানছি না। ওরা কারা কিংবা কাদের পৃষ্ঠপোষকতায় এতদিন এই বাণিজ্য চালিয়ে এসেছে? খবরের পেছনের খবরগুলো নিয়ে এই প্রজন্মের যেন কোনো আগ্রহ নেই। আগামী বিশ্বকাপ শুরু হলে এভাবে অনেক সংবাদ আর শিরোনামে থাকবে না। বলার মতো ভাবার মতো শত ইস্যু থাকলেও ওই এক মাস সবাই বুঁদ হয়ে থাকবে ফুটবল বিনোদনে। শাহবাগ আর টিএসসি চত্বরে মেতে উঠবে সবাই এক সাথে দলমতনির্বিশেষে ফুটবলীয় আবেগে। কে আওয়ামী, কে বিএনপি, কে জামায়াতী তার চেয়ে মূখ্য হবে কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা! সমগ্র বাংলাদেশে নয় কেজি ওজনের সেই সোনার কাপের ওজন তখন আরও অনেক ভারী হয়ে উঠবে।

যে দেশে ফুটবল উন্মাদনা রাজনীতিকেও ছাপিয়ে যায় তখন এর উন্নয়নে সরকার ও রাজনীতিবিদদের অনাগ্রহ ও উদাসীনতা রহস্যময়। বড় বিচিত্র এই দেশ।
লেখক : চিকিৎসক ও লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়