শিরোনাম

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধেয়ে আসছে বিশ্বকাপ ফুটবল!

বিশ্বকাপ উন্মাদনার আঁচ ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে। রমজান মাসের ব্যস্ততা শেষ হবার আগেই বিশ্বকাপ জ্বরে কাঁপতে থাকবে পুরো দেশ। প্রত্যেকে নিজের নিজের পছন্দের দেশ বেছে নিয়ে বুঁদ হয়ে থাকবে। ভুলে যেতে চাইবে আশেপাশে ঘটতে থাকা যাবতীয় যন্ত্রণা। এর ডামাঢোলে চাপা পড়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়-আশয়।

ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিজের পছন্দের দেশের বিশ্লেষণ। এই প্রজন্ম নেইমার-মেসি-রোনাল্ডোর জার্সি নম্বরের  খোঁজ যতটা রাখে সে তুলনায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কয়টি মামলা বিচারাধীন তার সঠিক সংখ্যা বলতে পারবে না। কেননা তা জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন তারিখে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ রয়েছে তার খোঁজ নেওয়া।

শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্লাব ফুটবলের দলবদলের বাজারে নেইমারকে কত টাকায় পিএসজি কিনে নিয়েছে বা  মেসি’র বাজার দর কত কিংবা আগামী মৌসুমে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ’র দাম কত হতে পারে তা নিয়ে ফুটবলমোদীদের জল্পনা-কল্পনার কমতি নেই। কিন্তু দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের দুই ভাইকে বিআরটিসি এক কোটি টাকা ক্ষতিপূরণ দিল কিনা তার খোঁজ কয়জন রাখে?

বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের মিডিয়া ফলাও করে বিশেষ ফিচার প্রচার করতে শুরু করেছে কোন তারকা ফুটবলার এবারের বিশ্বকাপে ইনজুরি কিংবা অন্যান্য কারণে খেলতে পারছে না। কিংবা কোন তারকার সাফল্যের সম্ভাবনা কতটুকু? অন্যদিকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া মাদক ব্যবসায়ীদের কোনো বিশদ  প্রোফাইল আমরা জানছি না। ওরা কারা কিংবা কাদের পৃষ্ঠপোষকতায় এতদিন এই বাণিজ্য চালিয়ে এসেছে? খবরের  পেছনের খবরগুলো নিয়ে এই প্রজন্মের যেন কোনো আগ্রহ নেই।

আগামী বিশ্বকাপ শুরু হলে এভাবে অনেক সংবাদ আর শিরোনামে থাকবে না। বলার মতো ভাবার মতো শত ইস্যু থাকলেও ওই এক মাস সবাই বুঁদ হয়ে থাকবে ফুটবল বিনোদনে। শাহবাগ আর টিএসসি চত্বরে মেতে উঠবে সবাই এক সাথে দলমতনির্বিশেষে ফুটবলীয় আবেগে।  কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামায়াতী তার চেয়ে মূখ্য হবে কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা! সমগ্র বাংলাদেশে সেই সোনার কাপের ওজন তখন আরও অনেক ভারী হয়ে উঠবে।

যে দেশে ফুটবল উন্মাদনা রাজনীতিকেও ছাপিয়ে যায় তখন এর উন্নয়নে সরকার ও রাজনীতিবিদদের অনাগ্রহ ও উদাসীনতা রহস্যময়। বড় বিচিত্র এই দেশ।

লেখক : চিকিৎসক ও লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়