শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনার ২৬তম বার্ষিকী

আজ ২৬ বছর আগে ১৯৯২ সালের ২২ মে ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় আমি আহত হই। তখন আমার বয়স ৩৬ বছর। পঙ্গু হাসপাতালে অপারেশন করা হয়। সে অপারেশনের পরিণতিতে আমার ডান পা স্ট্রেইট যায়, আর কখনো তা ভাঁজ করতে পারিনি। তাই ডান পা টেনে হাঁটতাম। ধর্মপ্রাণরা বলতেন - আল্লাহ আপনার ঈমান পরীক্ষা করছেন। পরিচিতরা বলতেন, এ আপনার পাপের কাফফারা। আমি জ্ঞানমতে জীবনে একটিই পাপ করেছি। তার জন্য বড় মাপের অর্থদন্ড দিয়েছি। যাহোক, ২০০২ সালে দু’পায়ে প্রচন্ড ব্যথা শুরু হল। স্বাভাবিক ভাবে হাঁটতে না পারায় ক্র্যাচ নিতে বাধ্য হলাম। তারপর টাকা যোগাড় করে মাদ্রাজে গিয়ে অপারেশন করালাম।

তারা বললেন, ভালো যাবেন। হলাম না। জীবিকার প্রয়োজনে দু’টি ক্র্যাচ নিয়ে কষ্টকর বেদনার্ত জীবনের পথ চলা শুরু হল। দু জায়গায় দু’বেলা কাজ করি। নিয়মিত আরেকটি অনিয়মিত। কতবার পড়ে গেছি। অন্য কেউ টেনে তুলেছে। ধর্মপ্রাণরা বলতেন - আল্লাহ ঈমান পরীক্ষা করছেন। পরিচিতরা বলতেন, এ আপনার পাপের কাফফারা। ২০০৯ সালে ক্র্যাচ নিয়ে হাঁটাও বন্ধ গেল। ইনকিলাবের ২৩ বছরের চাকুরি ও বেতন গেল। কনসোলিডেটেড পে-র চাকরি। এক টাকাও পাইনি। ধর্মপ্রাণরা বললেন - আল্লাহ ঈমান পরীক্ষা করছেন। পরিচিতরা বললেন, এ আপনার পাপের কাফফারা।

২০০৯ সাল আজ ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর বিছানায় শুয়ে আছি। আকাশ দেখি না, সূর্য দেখি না। ২০১৩ সালে সরকারের সমালোচনামূলক লেখার জন্য আওয়ামী লীগের অন্ধ ভক্ত ডিজি এত দুঃখ পেলেন যে, সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের ৩২ বছরের চাকুরিও গেল। গ্রাচ্ইুটি-প্রভিডেন্ট ফান্ডের ১ টাকাও দিল না। দেবেও না। ধর্মপ্রাণরা বললেন - আল্লাহ ঈমান পরীক্ষা করছেন। পরিচিতরা বললেন, এ আপনার পাপের কাফফারা। এখন আমার বয়স ৬২ পেরোতে চলেছে। বিছানায় শুয়েই প্র¯্রাব পায়খানা খাওয়া। উঠে বসতেও পারি না। ধর্মপ্রাণরা বলছেন - আল্লাহ ঈমান পরীক্ষা করছেন। আখিরাতে পুরস্কার পাবেন। পরিচিতরা বলছেন, এ আপনার পাপের কাফফারা। ঈমানের এত পরীক্ষা! এক পাপের কাফফারা আর কত দিতে হবে? বেহেশতের আশায় যে দুনিয়ার দিনগুলো চলে না, চলতে চায় না!

পরিচিতি: সিনিয়র সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল/ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়