শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৪:০৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজানা কারণে সাতক্ষীরায় মারা যাচ্ছে অসংখ্য চিংড়ি

আবু সাঈদ ফাহিম : অজানা কারণে মারা যাচ্ছে সাতক্ষীরার বিভিন্ন চিংড়িঘেরের চিংড়িগুলো। মৌসুম শুরুর দিকে এ ধরনের অবস্থা  মারাত্মক ক্ষতির সম্মক্ষিণ হচ্ছে চাষিরা। তারা মনে করছেন, বিশেষ কোনো রোগ বা ভাইরাসে মারা যাচ্ছে চিংড়িগুলো। তবে সুনির্দিষ্ট কারণটি জানাতে পারছে না মৎস্য বিভাগ। জলবায়ুর পরিবর্তন ও অতিরিক্ত রোদে চিংড়িঘেরে মড়ক লেগেছে বলে ধারণা তাদের।

মৎস্য বিভাগের হিসাবে, ৬০ থেকে ৭০ হাজার মেট্রিক টন হিমায়িত বাগদা চিংড়ি রপ্তানি হয় প্রতি বছর। যার অর্ধেকই যায় সাতক্ষীরা থেকে। ভালো দাম পাওয়ায় দীর্ঘদিন থেকে বাগদা চাষ করছেন সাতক্ষীরার বেশির ভাগ ঘেরের মালিক। তবে সম্প্রতি অজানা কারণে মারা যাচ্ছে বিভিন্ন ঘেরের চিংড়ি। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের চাষিরা।

স্থানীয়রা বলছেন, চিংড়িঘেরে প্রতি বছরই কমবেশি রোগ-বালাই দেখা দেয় যা মৎস্য বিভাগের পরামর্শে প্রতিরোধও করা হয়। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

মৎস্য কর্মকর্তা বলছেন, কোনো ধরনের ভাইরাস নয় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে মড়ক লেগেছে চিংড়িঘেরে। এতে ভয় না পেয়ে, পরিচর্যা বাড়ানোর পরামর্শ তার।

এ বছর সাতক্ষীরায় ৬৭ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে চিংড়ির। যেখান থেকে উৎপাদনের লক্ষ্য ৩০ হাজার মেট্রিক টন। তবে ৫৫ হাজার ঘেরের মধ্যে এক তৃতীয়াংশতে মড়ক লাগায় উৎপাদনের লক্ষ্য পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়