শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা জঙ্গিরা হিন্দুদের হত্যা করেছিলো : অ্যামনেস্টি

তানভীর রিজভী : গত বছরের আগস্টে রাখাইন রাজ্যে অবস্থিত হিন্দু গ্রামগুলোতে রোহিঙ্গা মুসলিমদের হত্যাযজ্ঞের আলামত পেয়েছে আন্তর্জাতিক ক্যাম্পেইন সংস্থা অ্যামনেস্টি। মঙ্গলবার অ্যামনেস্টি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা এবং লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার কারণ তদন্ত করছিলো সংস্থাটি। তাদের তদন্ত প্রতিবেদনে জানানো হয়, গত আগস্টের ২৫ তারিখ রোহিঙ্গা জঙ্গিরা রাখাইন রাজ্যের ৩০ টি পুলিশফাঁড়িতে ও একটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালায়। একই সময় জঙ্গি সংগঠনটি কয়েকটি হিন্দু গ্রামেও হামলা করে। সে ঘটনায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছিল। অ্যামনেস্টির তদন্ত অনুযায়ী, খা মাউন সিক নামক হিন্দু পাড়াতে সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে মিয়ানমার কর্তৃপক্ষ সেখান থেকে ৪৫ টি মৃতদেহ উদ্ধার করার তথ্য দিয়েছে। তাদের দাবি এই হত্যার পেছনে ভূমিকা পালন করেছিল রোহিঙ্গা জঙ্গিরা।

অ্যামনেস্টি আরও জানায়, ২৬ আগস্ট জঙ্গিরা মাউংদাও নামক গ্রামে আরও ৬ হিন্দুকে হত্যা করেছিল। অ্যামনেস্টির সংকট প্রতিক্রিয়ায় পরিচালক তিরানা হাসান জানান, রোহিঙ্গা জঙ্গিদের বর্বরতা আমাদের অবাক করেছে। হামলার শিকার সবার মনে এখনও সেই ভীতি কাজ করছে।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং মায়ানমারে হামলার শিকার মানুষদের নিয়ে তাদের তদন্তের পর আন্তর্জাতিক এই সংস্থাটি দাবি করে, রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশ যে জটিল সমস্যায় ভুগছে তার জন্যে রোহিঙ্গা জঙ্গিরা অবশ্যই দায়ী।  সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়