শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র খালেকের স্ত্রী আ’লীগের, চিত্রনায়ক শাকিল স্বতন্ত্র

ডেস্ক রিপোর্ট  : বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তার স্ত্রী হাবিবুন নাহার।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন অফিস থেকে সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মণ্ডলের কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করা হয়।

হাবিবুন নাহারের পক্ষে মনোনয়নপত্র কেনেন তার ভাতিজা বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকী।  এ সময় হাবিবুন নাহারের দেবর তালুকদার আবদুল জলিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ আসনের উপনির্বাচনে অংশ নিতে চিত্রনায়ক শাকিল আহসান খানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন।

এর আগে গত সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সর্বসম্মতক্রমে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের প্রার্থী হিসেবে হাবিবুন নাহারের নাম ঘোষণা করা হয়।

রামপাল-মোংলা এ দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন। দুই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট দুই লাখ ২৬ হাজার ২৪৯ ভোটার রয়েছেন। এ আসনের ৯০টি কেন্দ্রে ২৬ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়