শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভেচ্ছা সফরে ভারতের উদ্ধেশ্যে পতেঙ্গা ত্যাগ করেছে কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দীন

সুজন কৈরী : শুভেচ্ছা সফরে ভারতে গমণের উদ্দেশ্যে চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গার পার্শ্ব ত্যাগ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী জাহাজ তাজউদ্দীন।

মঙ্গলবার বিকাল ৫ টায় চট্টগ্রাম সিজি বার্থ পতেঙ্গার পার্শ্ব ত্যাগ করে জাহাজটি। সফরকালীন জাহাজটি ভারতের চেন্নাই ও বিশাখাপট্টম বন্দরে অবস্থান করবে। সফরে সিনিয়র অফিসার প্রেজেন্ট এফলোট (সোপা) হিসেবে কমোডোর বশির উদ্দিন আহম্মেদ ও জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ জন কর্মকর্তা ও ১০৪ জন নাবিক রয়েছেন। জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন এম ওয়াসিম মাকসুদ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা সিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের বিদায় জানান। জাহাজটি সফর শেষে আগামী ৪ জুন চট্টগ্রামে সিজি বার্থ পতেঙ্গায় আগমন করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্বারক এমওইউ-এর আলোকে প্রতি বছর উভয় দেশের কোস্ট গার্ডের জাহাজ দুই দেশে শুভেচ্ছা সফরে গমন করে আসছে। এই সময় কোস্ট গার্ড সদস্যদের প্রশিক্ষন (সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা,পরিবেশ দূষন রোধকল্পে করণীয়) ও পারস্পরিক সম্পৃতি ও সমঝোতা বৃদ্ধি এবং যৌথ মহড়াসহ গুরুত্বপূর্ণ বিষয় সমূহের উপর প্রাধান্য দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়