শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে: এফবিসিসিআই

স্বপ্না চক্রবর্তী : দেশের ব্যাংকগুলোতে বিরাজমান অস্থিরতা দূর করে এগুলোকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে ব্যবাসয়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তারা দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য যথাযথ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মঙ্গলবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফিনান্স (ব্যাংক এন্ড ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল ডিভিশন) এর এক সভায় এসব কথা বলেন তারা। সংগঠনের নেতারা ব্যাংকসমূহের ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী ও সময়োপযোগী করার ওপর জোর দিয়ে দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমানত ও ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, প্রতিযোগিতামূলক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার ভিত্তি আরও মজবুত করতে হবে।

এসময় বক্তারা বলেন, স্থানীয় শিল্পের সুরক্ষা, এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে তারা ব্যাংকগুলোর সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে। এছাড়াও নিয়ন্ত্রণ বহির্ভূত কারনে বন্ধ হয়ে যাওয়া রুগ্ন শিল্প প্রতিষ্ঠানসমূহকে উৎপাদনশীলতায় ফিরিয়ে এনে অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়োজনীয় ব্যাংকিং সহযোগিতা কামনা করেন তারা।

স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ হাসিনা নেওয়াজ সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। কমিটির চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর এফসিএ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুণ অর রশিদ এবং মো: ইউসুফ আশরাফ, কমিটির কো-চেয়ারম্যান এবং বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়