শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সরকারের ভালো কাজে সাড়া দেয় না : কাদের

আহমেদ জাফর : মাদকের অভিযান জনগণের বহু প্রত্যাশিত অভিযান হলেও বিএনপির কোনো ভাল কাজে সাড়া দেয় না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক, জঙ্গিবাদ নির্মুলে বিএনপি কোনো দিন ইতিবাচক বক্তব্য দেয়নি।

মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইনস্টিটিউশন কাকরাইল, ঢাকাস্থ নোয়াখালী সমিতির ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, বিএনপি আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো ভাল কাজে সাড়া দেয়নি। মাদক এবং জঙ্গিবাদ নির্মূলে বিএনপির কোনো ইতিবাচক কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে দাবি করেছেন তিনি। সরকারি কোনো ভালো কাজ বিএনপি'র ভালো লাগে না। যারে দেখতে নারি তার চলন বাঁকা। মাদকের এই অভিযানে সারাদেশে জনগণ খুশী।

মাদক সুনামির মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। মাদক যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। মাদকে জিরো টলারেন্স করাই সরকারের মূল উদ্দেশ্য। যুবসমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনার জন্য এ অভিযান ইতিবাচক উদ্যোগ বল দাবি করেন তিনি।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কোনো বৃহৎ রাজনৈতিক দলের নেতারা এই মাদকের বিরুদ্ধে কোনো কথা বলেনি, মাদক নির্মুলে উদ্যমী হননি।

রাজনৈতিক দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপির কাছে তখন এটা ভাল লাগছে না। মাদকের অভিযান জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগে না।
মাদক বিরোধীদের কাছে অস্ত্র আছে তারা একটি শক্তিশালী চক্র। আর এ চক্রের বিরুদ্ধে প্রশাসন নীরব ভূমিকা পালন করতে পারে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, নোয়াখালী সমিতির সভাপতি, সাধারণসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়