শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনূসের পরামর্শ নিল ইতালি

রাকিব খান : ইতালির তরুণ জনগোষ্ঠীর ৪০ শতাংশই এখন বেকার। বেকারদের উদ্যোক্তায় পরিণত করার বিষয়ে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের তত্ত্বে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্টের নব-নির্বাচিত স্পীকার রবার্টো ফিকো। তিনি (রবার্টো ফিকো) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি প্রতিকৃতি উপহার দেন।

মঙ্গলবার রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক রোম সফরকালে ইতালির পার্লামেন্টের নব -নির্বাচিত স্পীকার রবার্টো ফিকো তাঁকে স্বাগত জানান। তাঁরা সামাজিক ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তাঁদের এই ঘণ্টাব্যাপী বৈঠকে তাঁরা ইতালির অর্থনীতির সমস্যাগুলোর বাস্তবসম্মত বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনার একটি বিষয়বস্তু ছিল বেকার তরুণদেরকে একটি ন্যূনতম আয় যোগান দেয়া।

এদিকে প্রফেসর ইউনূস তার অবস্থান ব্যাখ্যা করে বলেন, রাষ্ট্রীয় ভর্তুকি দিয়ে বেকারত্ব দূর করা যাবে না। এটি বড়জোর সমস্যাটি চাপা দিতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। তিনি যুক্তি দিয়ে বলেন, মূল সমাধানটি নিহিত তরুণদের সৃষ্টিশীল সক্ষমতার বিকাশের উপর। স্পিকার আগামী মাসগুলোতেও এই সংলাপ চালিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেন। তিনি ইতালি পার্লামেন্টের একটি প্রতিকৃতি প্রফেসর ইউনূসকে উপহার দেন।

ইতালি সফরকালে ১৮ থেকে ২১ মে প্রফেসর ইউনূস দেশটির তিনটি প্রধান নগরী তুরিন, মিলান ও রোম সফর করেন। এ সময় প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান রোমের নবনিযুক্ত মেয়র ভার্জিনিয়া এলেনা রাজ্জি। মেয়র ভার্জিনিয়া প্রফেসর ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, তিনি তাঁর (প্রফেসর ইউনূস) উদ্ভাবিত ক্ষুদ্র ঋণের সাথে পরিচিত। মেয়র সামাজিক ব্যবসার ধারণাটি পছন্দ করেন এবং বলেন, তিনি এটা নিয়ে কাজ করবেন। এছাড়াও তিনি রোমকে ‘সামাজিক ব্যবসা নগরী’তে রূপান্তরিত করতে আগ্রহ প্রকাশ করেন। ২০১৯ সালে রোম নগরীর আয়োজনে একটি ‘সোশ্যাল বিজনেস মেডিটারেনিয়ান সামিট’ করার সম্ভাব্যতা নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়।

রোম সফরের সময় প্রফেসর ইউনূস বাসিলিকাতা স্থানীয় সরকারের সাথে এই অঞ্চলে সামাজিক ব্যবসা অর্থায়নের লক্ষ্যে একটি সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টির উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন। ইউনূস সেন্টারের একটি দুই সদস্যর অগ্রগামী প্রস্তুতিমূলক প্রতিনিধিদল এই প্রক্রিয়া শুরু করতে এ মাসের শেষেই বাসিলিকাতা সফর করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়