শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া গ্রেফতারকৃত আসামি যুবদল ক্যাডার শফিককে কারাগারে প্রেরণ

আরএইচ রফিক,বগুড়া : পাবনা থেকে সাজা প্রাপ্ত ও একাধিক মামলার গ্রেফতারকৃত আসামি শফিককে অবশেষে আদালতে সোপর্দ করা হচ্ছে । পুলিশের অব্যাহত বিশেষ অভিযানের অংশ হিসাবে হত্যা মামলার পলাতক আসামি যুবদলের সাবেক ক্যাডার শফিকুল ইসলাম(৪০) কে গত রোববার ভোর রাতে পাবনা থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওরফে শফিক শহরের চকসুত্রাপুর কশাইপাড়া এলাকার হাসান শেখের পুত্র ।

২০০৯ইং সালের জিআর ৭৯৪/৯ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরওয়ানা মূলে গোপন এক সংবাদের ভিত্তিতে তাকে পাবনা থেকে গ্রেফতার করে পুলিশের একটি বিশেষ দল । তবে এ ব্যপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে তাকে গ্রেপ্তার করা বিষয়টি নিশ্চিৎ করা না হলেও থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এসময় বিস্তারিত না জানিয়ে থানার অফিসার ইনচার্জ (সার্বিক) আরো বলেন, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

অপর দিকে এ ঘটনা সম্পর্কে গতকাল সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , শফিকুলকে গ্রেফতারে বিষয়ে তিনি কিছুই জানেন না ।

এদিকে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে ,কমপক্ষে ৩টি হত্যা মামলা সহ একটি হত্যার চেষ্টা মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম দীর্ঘদিন গ্রেফতারি  এড়িয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। রোববার ভোরে গোপন এক সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে পাবনা থেকে গ্রেফতার করে বগুড়ায় নিয়ে আসে । পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এদিকে শেষ পাওয়া খবর পর্যন্ত মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়