শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩৫’এ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ১৮২ বিলিয়ন ডলার আয় করবে আমিরাত

রাশিদ রিয়াজ : বিশ্বে ১৪ ট্রিলিয়ন ডলার বাজার চাহিদা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের। সংযুক্ত আরব আমিরাত আগামী ২০৩৫ সালের মধ্যে এ খাত থেকে অন্তত ১৮২ বিলিয়ন ডলার আয় করার পরিকল্পনা নিয়েছে। যা দেশটির অর্থনীতিতে ১.৬ ভাগ প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। এ্যাসেনচার রিসার্চ

আমিরাতের ১৫ টি ও সৌদি আরবের ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে টার্গেট করে কৃত্তিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করবে দেশটি। আর্থিক সেবাখাত, স্বাস্থ্য, যোগাযোগ ও সংরক্ষণ শিল্পে যথাক্রমে ৩৭, ২২ ও ১৯ বিলিয়ন ডলারের বাজার চাহিদা রয়েছে। এসব খাত শ্রম নির্ভর হলেও তার অধিকাংশ ক্ষেত্র দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। শুধু শিক্ষা ও নির্মাণ শিল্পেই রয়েছে ৬ ও ৮ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চাহিদা। গবেষণা বলছে শুধু সৌদি আরবেই ২১৫ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চাহিদা রয়েছে মূল্য সংযোজন খাতে।

এ্যাসেনচার রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে ৩৮ ভাগ লাভে ২০৩৫ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার সম্প্রসারিত হয়ে তা দাঁড়াবে ১৪ ট্রিলিয়নে। এ প্রতিষ্ঠানের এমডি আমির এল সাদানি বলেন, আমিরাতে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বাজার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ খাত। আমিরাতের নেতারাও বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। আর্থসামাজিক পরিবর্তনে এ প্রযুক্তি খুব দ্রুত ভূমিকা রাখতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়