শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩৫’এ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ১৮২ বিলিয়ন ডলার আয় করবে আমিরাত

রাশিদ রিয়াজ : বিশ্বে ১৪ ট্রিলিয়ন ডলার বাজার চাহিদা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের। সংযুক্ত আরব আমিরাত আগামী ২০৩৫ সালের মধ্যে এ খাত থেকে অন্তত ১৮২ বিলিয়ন ডলার আয় করার পরিকল্পনা নিয়েছে। যা দেশটির অর্থনীতিতে ১.৬ ভাগ প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। এ্যাসেনচার রিসার্চ

আমিরাতের ১৫ টি ও সৌদি আরবের ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে টার্গেট করে কৃত্তিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করবে দেশটি। আর্থিক সেবাখাত, স্বাস্থ্য, যোগাযোগ ও সংরক্ষণ শিল্পে যথাক্রমে ৩৭, ২২ ও ১৯ বিলিয়ন ডলারের বাজার চাহিদা রয়েছে। এসব খাত শ্রম নির্ভর হলেও তার অধিকাংশ ক্ষেত্র দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। শুধু শিক্ষা ও নির্মাণ শিল্পেই রয়েছে ৬ ও ৮ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চাহিদা। গবেষণা বলছে শুধু সৌদি আরবেই ২১৫ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চাহিদা রয়েছে মূল্য সংযোজন খাতে।

এ্যাসেনচার রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে ৩৮ ভাগ লাভে ২০৩৫ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার সম্প্রসারিত হয়ে তা দাঁড়াবে ১৪ ট্রিলিয়নে। এ প্রতিষ্ঠানের এমডি আমির এল সাদানি বলেন, আমিরাতে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বাজার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ খাত। আমিরাতের নেতারাও বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। আর্থসামাজিক পরিবর্তনে এ প্রযুক্তি খুব দ্রুত ভূমিকা রাখতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়