শিরোনাম
◈ বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা ◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার ◈ একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩৫’এ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ১৮২ বিলিয়ন ডলার আয় করবে আমিরাত

রাশিদ রিয়াজ : বিশ্বে ১৪ ট্রিলিয়ন ডলার বাজার চাহিদা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের। সংযুক্ত আরব আমিরাত আগামী ২০৩৫ সালের মধ্যে এ খাত থেকে অন্তত ১৮২ বিলিয়ন ডলার আয় করার পরিকল্পনা নিয়েছে। যা দেশটির অর্থনীতিতে ১.৬ ভাগ প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। এ্যাসেনচার রিসার্চ

আমিরাতের ১৫ টি ও সৌদি আরবের ১৩টি শিল্প প্রতিষ্ঠানকে টার্গেট করে কৃত্তিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করবে দেশটি। আর্থিক সেবাখাত, স্বাস্থ্য, যোগাযোগ ও সংরক্ষণ শিল্পে যথাক্রমে ৩৭, ২২ ও ১৯ বিলিয়ন ডলারের বাজার চাহিদা রয়েছে। এসব খাত শ্রম নির্ভর হলেও তার অধিকাংশ ক্ষেত্র দখল করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। শুধু শিক্ষা ও নির্মাণ শিল্পেই রয়েছে ৬ ও ৮ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চাহিদা। গবেষণা বলছে শুধু সৌদি আরবেই ২১৫ বিলিয়ন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার চাহিদা রয়েছে মূল্য সংযোজন খাতে।

এ্যাসেনচার রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে ৩৮ ভাগ লাভে ২০৩৫ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার সম্প্রসারিত হয়ে তা দাঁড়াবে ১৪ ট্রিলিয়নে। এ প্রতিষ্ঠানের এমডি আমির এল সাদানি বলেন, আমিরাতে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বাজার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ খাত। আমিরাতের নেতারাও বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। আর্থসামাজিক পরিবর্তনে এ প্রযুক্তি খুব দ্রুত ভূমিকা রাখতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়