শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৮, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজীবের ২ ভাইকে ক্ষতিপূরণের বিষয়ে আপিলের সিদ্ধান্ত আজ

এস এম নূর মোহাম্মদ: দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে আজ মঙ্গলবার আদেশ দিবেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে বালাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনের মালিকের করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল এ দিন ধার্য করা হয়।

গতকাল সোমবার আদেশের জন্য থাকলেও আবার শুনানি হয়। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বলেন, মঙ্গলবার আদেশ।

এর আগে গতকাল শুনানিতে বিআরটিসির আইনজীবী এ বি এম বায়েজিদ বলেন, আমরা তো ওই দিন কোনো অপরাধ করিনি। বিআরটিসির বাসটি দাঁড়ানো ছিল। স্বজন পরিবহন বাঁ দিক থেকে এসে ধাক্কা দিয়েছে।

স্বজন পরিবহনের আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, ঘটনাটা হৃদয় বিদারক। কিন্তু আমরা আপাতত পাঁচ লাখ টাকা জমা দিতে চাই।

এ সময় আদালতে রাজীবের ক্ষতিপূরণের পক্ষে থাকা আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্ট বিভাগ রুলে এক কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলেছেন। টাকা জমা রাখার জন্য এরই মধ্যে যৌথ অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এরপর আদালত বলেন, কারো ওপর অবিচার হোক আমরা তা চাই না। হাইকোর্টের আদেশটা সংশোধন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়