শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আপনি কে ? : ট্রাম্পকে রুহানি

আব্দুর রাজ্জাক: ইরানের ওপর আরো অন্তত ১২টি কঠিন শর্ত জুড়ে দিয়ে নতুন আরেকটি পরমাণু চুক্তির কথা বলায় ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি কড়া জবাব দিয়েছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইরান ও বিশ্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আপনি কে ? যদিও এর আগেই এক বিবৃতির মাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ পম্পেও এর দ্বারা উচ্চারিত শর্তগুলো প্রত্যাখ্যান করেন। বিশ্ব কখনই যুক্তরাষ্ট্রের একঘুয়েমি মেনে নিবে না বলেও মন্তব্য করেন রুহানি।

সোমবার ইরানের সংবাদ সংস্থা ‘আইএলএনএ’ কে দেয়া এক স্বাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের কঠিনতর শর্তগুলো নিয়ে রুহানি কড়া মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রকে লক্ষ করে তিনি বলেন, বিশ্বের ওপর মোড়লগিরি করার দিন শেষ হয়েগেছে। এখন আর কোন রাষ্ট্র আপনাদের মূল্যায়ন করেনা। বিশ্ব এখন আপনাদের থেকে স্বাধীন, আমাদের ভাগ্য নির্ধারণ করবে আমাদের জাতি বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে গত ৮ মে তার দেশকে সরিয়ে নিয়েছেন। চুক্তি ত্যাগ করার পর নতুন করে আরো অবরোধও আরোপ করেছেন। এবার তিনি দেশটির পরমাণু প্রকল্প পুরোপুরি বন্ধ, আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে প্রকল্পগুলো অবাদ পরিদর্শনের সুযোগ দেয়া, মার্কিন নাগরিকদের মুক্তি দেয়া ও মধ্যপ্রাচ্যে বিদ্রোহীদের সমর্থন বন্ধ করাসহ মোট ১২টি কঠিন শর্ত জুড়ে দিয়ে আবারও একটি নতুন চুক্তির কথা বলেছেন। তবে তাদের এমন সব শর্ত ইরান ছুড়ে ফেলে দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়