শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সদরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা সদরের বাজগড্ডায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে পেয়ার আলী(২৪) ও শরিফ(২৬) নামের ২ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ মে) রাত পৌণে ১ টায় সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় গুলিবর্ষণের শব্দ পাওয়া যায় বলে স্থানীয় সূত্র জানায়। সেখান থেকে মরদেহ দুটি নিয়ে গেছে পুলিশ।

নিহত পেয়ার আলী কুমিল্লা সদরের শুভপুর এলাকার আলী মিয়ার ছেলে ও নিহত শরিফ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার মহেশপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। নিহতরা সন্ত্রাসী, নাকি ডাকাত কিংবা মাদক ব্যবসায়ী কিনা জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা একাধিক গুলিবর্ষণের শব্দ শুনতে পায়। পরে দুটি গুলিবিদ্ধ যুবকের দেহ নিয়ে পুলিশের কয়েকটি গাড়ি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সিতে কর্মরত বিল্লাল হোসেন জানান, রাত সোয়া ১ টায় থানা পুলিশ গুলিবিদ্ধ দুটি মরদেহ হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি। সূত্র : আজকের কুমিল্লা

  • সর্বশেষ
  • জনপ্রিয়