শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে এক শীষে হাজার ধান!

সাজিয়া আক্তার: এক শীষে হাজার ধান, নিজের হাতে এমন স্বপ্ন বুনেছেন বাগেরহাটের নারী কৃষক ফাতেমা। যা আশাবাদ করে তুলেছে কৃষি অধিদপ্তরকেও। তিন বছর আগে তিনটি এই ধানের শীষ পেয়েছিলেন ফাতেমা ও তার ছেলে। পরের বছর যা বুনে পান কেজি বিজ। সেই বিজ এবার চাষ করেন এক বিঘা জমিতে।

নারী কৃষক ফাতেমা বলেন, ৩ বছর আগে আমি ৩টি ধানের শীষ পেয়েছিলাম, আর সেই বীজ জমিতে বোনার পর তা থেকে দুই কেজি ধান পাই। আর এই ধানের বীজ দিয়ে এবার এক বিঘা জমিতে অনেক ধান পেয়েছি আমি। আমাদের খুব ভালো ধান হয়েছে।

সাধারণ ধানে যখন বিঘা প্রতি ধান আঠারো মন সেখানে ফাতেমা ফলন পেয়েছে ৩৫ মনের মতো। যা আশাবাদ করে তুলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকেও।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষি অফিসার মোতাহার হোসেন বলেন, এই ধানের শীষ প্রায় ১৫ ইঞ্চির মতো লম্বা, এই ধান গাছের পাতাগুলো দের ইঞ্চির মতো লম্বা। ধানে শীষে প্রায় ১ হাজার থেকে ১১’শ পর্যন্ত এর দানা আছে। তাই আমরা মনে করি এটা বিরল প্রজাতির একটা ধান।

ধান গবেষণা ইন্সস্টিটিউট বলছে ফাতেমার ধানের চিটার পরিমান অনেক বেশি, এটা কমানো গেলে বাড়বে ফলনো।

মহাপরিচালক ড. শাহজাহান কবীর বলেন, আমরা যদি চিটাটাকে কমাতে পারি তাহলে অনেক ফলন প্রায় ১৫ টনের মতো হতে পারে। সেই জন্য আমরা এই ধানগুলো পরীক্ষা করছি।

কৃষি বিজ্ঞানীরা বলেন গবেষণার মাধ্যমে এই ধানে স্থিতিশীলতা না আসা পর্যন্ত একে আলাদা জাত হিসেবে ঘোষণা করা ঠিক হবে না। তা না হলে হরিধান, নূর ধানের মতো অল্প দিনের মধ্যে কৃষকের মাঠ থেকে হারিয়ে যাবে।

সূত্র: চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়