শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হকিতে মোহামেডানের কাছে হারলো আবাহনী

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম হাই-ভোল্টেজ ম্যাচ ছিল সোমবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এদিন দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। যে ম্যাচে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে মোহামেডান।
১২ দলের লিগে প্রধান তিন দল মেরিনার্স ইয়াং, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড একই গতিতে এগোচ্ছিল। প্রথম আট রাউন্ডে ৮টি করে ম্যাচই জিতেছে তিনটি দল। নবম রাউন্ডে এসে দর্শকরা পায় প্রথম বড় ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল আবাহনী-মোহামেডান। আগের দিন মেরিনার্স টানা ৯ ম্যাচে জয় তুলে নিয়েছিল। এ ম্যাচে হেরে জয়ের ধারায় ছেদ পড়লো আবাহনীর। আক্ষরিক অর্থে শিরোপার রেস থেকে কিছুটা পিছিয়ে পড়াও। যদিও এখনো অনেক কিছুই ঘটতে বাকি। লিগে বড় তিন দলের মুখোমুখি লড়াইয়ের ফলই একরকম হয়ে উঠতে পারে শিরোপার নির্ধারক।

এদিন আবাহনী-মোহামেডান ম্যাচটাও তাই ছিল উত্তেজনায় ঠাসা। নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচ ৬৮ মিনিট পর্যন্ত ছিল ১-১ এ সমতা। খেলার ৫ মিনিটে ইমরান হোসেন পিন্টুর পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোলে এগিয়ে যাওয়া মোহামেডানের। ৫৫ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে দলটি। পরে আরশাদ হোসেন ফিল্ড গোল থেকে দলকে সমতায় ফেরান।
কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে সমতা থাকেনি। মোহামেডানের ভারতীয় খেলোয়াড় নরিন্দর কুমার পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে জয়ের আনন্দে ভাসান। তাতে অভিজ্ঞ কোচ মাহবুব হারুণকে হারের স্বাদ দিলেন এক সময় তারই শিষ্য মওদুদুর রহমান শুভ। হারুণের অধীনে জাতীয় দল ও আবাহনী দুই দলেই খেলেছেন শুভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়