শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৩:০৯ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতি হয়ে গেছে মুনাফাকেন্দ্রিক

সামগিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধসহ সমস্ত মূল্যবোধের দিক থেকে সমাজের যেমন পতন হয়েছে, তারই অংশ হিসেবে ধর্মীয় মূল্যবোধেরও পতন হয়েছে । সেই কারণে এখন দেখা যায় রোজা, পূজা বা যে কোন ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রত্যেকটি জিনিসের দাম বাড়ে এবং অন্যান্য অনুষ্ঠান, সেগুলোর মধ্যেও দাম বাড়িয়ে দেওয়া হয়। ফলে রাজনীতি হয়ে গেছে ক্ষমতাকেন্দ্রিক এবং অর্থনীতি হয়ে গেছে মুনাফাকেন্দ্রিক এবং এখানকার মূল্যবোধের একটা ভয়াবহ পতন ঘটেছে। সেটা সর্বক্ষেত্রে সমাজে যখন চলছে, তখন বাজার তার বাইরে থাকতে পারে না। জণগণের অর্থনৈতিক জীবনকে সহনীয় করার বদলে মুনাফা বেশি করছে ।

সেই মুনাফার জন্যে খাদ্যে ভেজাল দিয়ে হোক, ঔষধে ভেজাল দিয়ে হোক, কৃত্রিম সংকট সৃষ্টি করে হোক ,বাজারে দাম বাড়িয়ে দিয়ে হোক এবং উৎপাদকদেরকে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করে হোক এই সমস্ত কাজ এখন চলছে নির্দ্বিধায়। ফলে এই সমস্ত কাজ নিয়ন্ত্রণের জন্য সরকার এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক সরকার যে আগাম যে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিলো, সেগুলো ঠিক মতো না করার কারণে সেটা লাগামহীন হয়ে পড়েছে । ফলে আমরা অবিলম্বে এই প্রবণতা রোধ করার জন্য যেন জনদুর্ভোগটা কমে এবং সেই মুনাফা শিকারীরা যেন লাগামহীনভাবে তাদের কার্যক্রম চালাতে না পারে, এই ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিকভাবে সেই ব্যবস্থা নিতে হবে, সেটা জরুরি বলে আমি মনে করি । আমরা আশা করি, প্রধানমন্ত্রী অবিলম্বে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন ।

পরিচিতি : সাধারণ সম্পাদক, বাসদ/মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়