শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রং সাইড দিয়ে গাড়ী চলাচল করলেই চালককে গনধোলাই

আরএইচ রফিক,বগুড়া: বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে ডিভাইডার স্থাপনের পরেও গাড়ী চালকদের উল্টাপথে চলার প্রবনতা রুখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে । দূর্ঘটনা রোধে স্বপ্রনোদিত হয়ে রাস্তায় অভিযান শুরু করেছে এলাকাবাসী ।

উল্টাপথে বাস চালানোর অভিযোগে ইত্বমধ্যই বেয়াড়া চালককে পাকড়াও করে গনধোলাই দেবার নিয়ম চালু করেছে স্থানীয় জনগন ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বাজার এলাকায় সড়ক নিরাপত্তায় মহাসড়কের উপর দিয়ে গাড়ী নিরাপদে জন্য রাস্তার মাঝে ডিভাইডার দেওয়া হলেও এ নিয়ম মানছেননা কতিপয় যানবাহন চালকরা। ফলে প্রায়ই দূর্ঘটনা ঘটছে সেখানে।

এলাকাবাসীর অভিযোগ, ডিভাইডার স্থাপনের পরও ওই এলাকায় কতিপয় যানবাহন চালকদের অসচেতনতার কারনে ডিভাইডারের দু’পার্শে বেশ কয়েকটি যানবাহন মুখোমুখি এবং ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় কবলিত হচ্ছে। এ সময় নির্দিষ্ট লাইনে না গিয়ে রং সাইড দিয়ে গাড়ী চলার জন্য সাধারণ পথচারী সহ বেশ কয়েক ব্যাক্তি আহত এবং নিহত হবার ঘটনাও ঘটে ।

ফলে এসব সড়ক দুর্ঘটনা রোধে সচেতন এলাকাবাসী স্বপ্রনোদিত হয়ে প্রতিরোধ মূলক ভূমিকা নিতে ঐক্যবদ্ধ হয়েছে । এর ফলে তারা কোন যানবাহন যেন কোন অবস্থাতে রংপার্শ্ব ব্যাবহার করা সহ উল্টো পথে না চলতে পারে সে জন্য পাহারা বসিয়েছে এলাকাবাসী ।

একই সাথে এলাকাবাসী কঠোর প্রতিরোধে যখনই যে গাড়ী রংপার্শ্ব দিয়ে কিম্বা উল্টো চলার চেষ্টা করছে তখনি সে গাড়ী আটকে দিয়ে গাড়ী চালককে হালকা গনধোলায় দিয়ে ছেড়ে দিবার উদ্দ্যাগ নেবার ভূমিকার কথা জানিয়েছে তারা । গতকাল রবিবার এ ধরনের ঘটনায় রং সাইড দিয়ে রাস্তা চলার সময় একাধিক পরিবহন চালক আটক করে হালকা ধোলাই দিয়ে ছেড়ে দেয় এলাকাবাসী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়