শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টেডিয়ামে ক্রিকেটারদের ওপর হামলাকারীরা মানুষের মধ্যে পড়ে না : রশিদ খান

স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার সকাল পৌনে ১২টায় আফগানিস্তানের পূর্ব জালালাবাদ প্রদেশের নয়া নাজিমাবাদ স্টেডিয়ামে রমজান কাপ ক্রিকেট টুর্নামেন্টে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।

সরকারি এক সূত্রে জানানো হয়েছে, এ হামলায় আটজন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন। খবর ইএসপিএন ক্রিকইনফোর। আফগানিস্তানের এই বোমা হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান নিজের অফিসিয়াল টুইটারে লেখেন, ভাই, ক্রিকেট মাঠে তোমাদের এই আত্নত্যাগ চিরদিন আমাদের হৃদয়কে বিষাদগ্রস্ত করে রাখবে। তোমাদের আত্মার শান্তি কামনা করি। খেলাকে ভালোবেসে তোমাদের আত্মত্যাগ কেউ কোনও দিন ভুলবে না।’

হামলাকারীদের তীব্র নিন্দা জানিয়ে আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই লেগ স্পিনার লেখেন, ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষদের ওপর যারা এই বর্বরোচিত আক্রমণ চালিয়েছে, তারা মানুষের পর্যায়ে পড়ে না। পবিত্র রমজান মাসেও যারা এমন হিংসার পথ বেছে নিয়েছে, তারা একদিন শাস্তি পাবেই।

এই সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়ে আফগানিস্তনের প্রেসিডেন্ট আশরাফ গানী বলেন, পবিত্র মাহে রমজানেও সন্ত্রাসীরা আমাদের জনগণকে হত্যা করা বন্ধ করেনি। তারা ধর্ম ও মানবতার শত্রু। এখন তারা দেশের জনপ্রিয় স্টেডিয়ামকেও হামলার টার্গেট করেছে।

টুর্নামেন্টের আয়োজক হিদায়াতুল্লাহ জহিরও এই হামলায় নিহত হয়েছেন। আটজন নিহত ব্যক্তির তালিকায় রয়েছে এক শিশু।

ননগরহার সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগানি জানিয়েছেন, ঘটনাস্থলে তিনটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত আটজন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে, সেটা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থানীয় তালেবানরাই এ হামলা চালিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়