শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা এখন শস্য বীমায় যাবো না: কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মতিনুজ্জামান মিটু : কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেছেন, আমরা এখন শস্য বীমায় যাবো না। এটা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত। সোমবার (২১ মে) রাজধানীর খামার বাড়ির আ. কা. মু. গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাষী পর্যায়ে ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের কর্যক্রম, অর্জন, সমাপনী শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, দানাদার শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এতে পেটের ক্ষুধা মিটেছে। এখন দরকার পুষ্টিমান সম্পন্ন খাবার। এজন্য মানসম্মত খাদ্যের উৎপাদনের দিকে নজর দিতে হবে। মানসম্মত খাদ্য উৎপাদন করতে পারলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা সম্ভব হবে। যে এলাকায় যে ফসল ভালো হয়, সেখানে সেই ফসল উৎপাদন করতে হবে। কৃষকসহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় কৃষিতে বিপ্লব ঘটেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে কৃষির অভূতপূর্ব সাফল্য রয়েছে। এ সাফল্য ধরে রাখতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ উইং এর অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদ। স্বাগত বক্তব্য দেন জেবুন নেছা জাবেদুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়