শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জের রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি অবৈধ ঘোষণা

এস এম নূর মোহাম্মদ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজলা বিলের কৃষি জমি, পুকুর, খাল ভরাট করে করা রিমঝিম পুলিশ টাউন ও ইটালিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে এই দুটি প্রকল্পের জন্য ভূমির যে পরিবর্তন করা হয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ রায় দেন।

এর আগে রুপগঞ্জে কৃষি জমিতে আবাসন প্রকল্প’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে বাদশাহ মিয়াসহ স্থানীয় পাঁচজন হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে নদী, খাল, ডোবা, কৃষি জমিসহ জমি রক্ষায় ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুটি প্রকল্পের জন্য ভূমির যে পরিবর্তন সাধন করা হয়েছে তা আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।একইসঙ্গে পরিবেশ মন্ত্রণালয়কে দুটি প্রকল্পের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়।

নির্দেশের পর পরিবেশ অধিদপ্তর একটি কমিটি করে। এ কমিটি সরেজমিন তদন্ত করে গত বছরের ২৯ নভেম্বর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র এবং অনুমোদন নেই। এ ছাড়া জমির মালিক ও ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জবরদখল করে কৃষি জমি ভরাট করে আবাসন প্রকল্প করা হচ্ছে। পরিবেশ অধিদফতরের প্রতিবেদনের ওপর শুনানি শেষে সোমবার আদালত জারিকৃত রুল যথাযথ উল্লেখ করে রায় ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়