শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ১০:৩১ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৮, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: গরুতে ক্ষেতের মুগ ডাল খাওয়াকে কেন্দ্র করে জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে রশি দিয়ে গাছের সাথে স্কুল পড়ুয়া এক কিশোরের দুই হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে নির্যাতিত কিশোর আরাফাত আকনের মা ফরিদা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, আউলিয়াপুর গ্রামের বাদল তালুকদারের গরুতে একই গ্রামের ইউনুস আকনের ক্ষেতের মুগ ডাল খায়। এসময় মুগ ডাল ক্ষেত থেকে আরাফাত আকন তাদের গরু তাড়িয়ে নিয়ে আসে। এনিয়ে শনিবার বিকেলে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডা হয়। ওই ঘটনার জেরধরে বাদল তালুকদার ইউনুস আকনের নবম শ্রেণীতে পড়ুয়া শিশু পুত্র আরাফাত আকনকে (১৩) সন্ধ্যায় একাকি পেয়ে ধরে নিয়ে গাছের সাথে দুই হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

খবর পেয়ে আরাফাতের মামা নয়ন খলিফা ভাগ্নেকে রক্ষা করতে এগিয়ে আসলে বাদল তালুকদার তাকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত মামা, ভাগ্নেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, কিশোর আরাফাত আকনকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়