শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ মে, ২০১৮, ১০:৩৫ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৮, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের অনুমতি পায়নি ডিপিডিসি

আদম মালেক : ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশসন কোম্পানী নির্মাণাধীন সাবস্টেশনগুলোতে রাস্তা কেটে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের অনুমতি চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে। কিন্তু রাস্তাগুলো নতুন কার্পের্টি করা। এই রাস্তাগুলো কাটলে জনগণ আবার দুর্ভোগে পড়বে। তাই এসব রাস্তা কেটে বিদ্যূৎ সঞ্চালন লাইন নিমাণের অনুমতি দেয়নি ঢাকা দক্ষিণ সিটি করপোশেন।

ডিপিডিসিসূত্রে জানা গেছে, ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ১২টি সাব স্টেশনের তিনটির নির্মাণ কাজ শেষ হয়েছে।বাকি নয়টির নির্মাণ কাজ দুই থেকে চার মাসের মধ্যে শেষ হচ্ছে।

ডিপিডিসি বলছে, ঢাকার বিদ্যুৎ চাহিদা দিন দিন বাড়ছে। এখন নতুন সাবস্টেশন চালু করতে ব্যর্থ হলে আগামীতে লোডশেডিং বন্ধ করা যাবে না। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরশন বলছে, রাস্তা কেটে বারবার নাগরিক ভোগান্তি তৈরি করতে চায় না তারা।

সাবস্টেশনগুলোর মধ্যে তিনটির নির্মাণ কাজ শেষ হয়েছে উল্লেখ করে ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রকৌশল) রমিজ উদ্দিন সরকার বলেন, ‘বাকিগুলোও ২ থেকে চার মাসের মধ্যে চলে আসবে। কিন্তু ভূগর্ভস্থ সঞ্চালন লাইন নির্মাণ করার জন্য সিটি করপোরেশনের অনুমোদন প্রয়োজন। অনেক চেষ্টা করেও সেই অনুমোদন পাওয়া যাচ্ছে না।’

ডিপিডিসি জানায়, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, কমলাপুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মুগদাপাড়া, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা, রাজারবাগ পুলিশ লাইন, গ্রিন রোড, ঝিগাতলা, দয়াগঞ্জ ও কাজলায় নতুন ১২টি সাবস্টেশন নির্মাণ করা হচ্ছে। এরমধ্যে মুগদাপাড়া, বনশ্রী ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার তিনটি সাবস্টেশনের নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্য নয়টি সাবস্টেশনের নির্মাণ কাজ ২ থেকে ৪ মাসের মধ্যে শেষ হবে। বাকি নয়টির নিমার্ণ কাজ দুই থেকে চার মাষের মধ্যে শেষ হচ্ছে। এখন নতুন সাবস্টেশন চালু করতে ব্যর্থ হলে আগামী লোডশেডিং বন্ধ করা যাবে না।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, ‘সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘যেসব রাস্তা কাটার অনুমোদন চাওয়া হয়েছে, তার সবগুলোতে নতুন কার্পেটিং করা হয়েছে।এখন এসব রাস্তা কাটলে মানুষ আবার দুর্ভোগে পড়বে।’

এদিকে রবিবার পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব কাজী শফিকুল আজমের সভাপতিত্বে ডিপিডিসির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে একটি বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে কেন প্রকল্প শুরুর আগেই অনুমোদন নেওয়া হলো না সে বিষয়ে প্রশ্ন তোলা হয়।

ডিপিডিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্প শুরুর আগেই এ ধরনের অনুমোদন নেওয়া হয় না। প্রকল্প নির্মাণের শেষ পর্যায়ে অনুমোদন নিয়ে সোর্স লাইন বসানো হয়।ডিপিডিসির কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এমন হওয়ায় এখন বিনিয়োগকারীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। প্রকল্প নির্মাণের পরও চালু না হওয়া প্রশ্ন তোলেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়